Header Ads

অসমের বিশেষ পুজো সংখ্যা নয়া ঠাহর আনুষ্ঠানিক উন্মোচন করলেন সাহিত্যিক jaysree গোস্বামী mahanta

 নয়া ঠাহর। গুয়াহাটি:: বাংলা  নিউজ portal নয়া ঠাহর  আজ Dispur  প্রেস ক্লাবে  আনুষ্ঠানিক  উন্মোচন  করে  অসমের  বিশিষ্ট  সাহিত্যিক  তথা  প্রাক্তন   .রাজ্য স ভার  সদস্য  jaysree Goswami mahanta   বলেন   নানা প্রতিবন্ধকতা র  মধ্যে   রাজ্যের  বিশিষ্ট  সাংবাদিক  অমল  গুপ্ত   নয়া  ঠাহর  প্রকাশ  করে  যাচ্ছেন। দুর্গা  পুজো এলে  অমল গুপ্ত  পুজো সংখ্যা  তে  লেখার  আব্দার  করে থাকে  ,পত্নী  শিক্ষিকা  সান্ত্বনা  Gupta  মারা  গেলেন  তার পরেও  সংবাদ  সেবা  থেকে   বিরত  .হয়নি  গুপ্ত।  তাকে দেখে  অন্য সাংবাদিকদের   উৎসাহী  হতে লাগে।    tejpur  বিশ্ববিদ্যালয়ের। অধ্যাপক   অরূপ  নাথ  বলেন  বাংলা .ভাষা  অনেক সমৃদ্ধ  ,বলেন ভাষা  হারালে  নিজেরা  পরিচয়  সংকট   এ পড়তে হয় , বলেন নয়া ঠাহর  শুধু গুয়াহাটির  মধ্যে  সীমিত নেই  সারা রাজ্যে  পরিচিত  লাভ  করেছে। Dispur  press  ক্লাবের  সাধারণ  সম্পাদক  kunja .mahon  রায়  .বক্তব্য   রাখেন  ,বলেন   সম্পাদক অমল  গুপ্ত  অনেক কষ্ট  করেও  নয়া ঠাহর  নিয়মিত  .প্রকাশ  করে যাচ্ছেন।সম্পাদক  অমল  গুপ্ত   উপস্থিত  সবাইকে  ধন্যবাদ   জ্ঞাপন  করে  দুর্গা পুজোর  শুভেচ্ছা  জানিয়ে  বলেন  নয়া ঠাহর  এর থিম  হচ্ছে  পরিবেশ  প্রকৃতিকে  সংরক্ষন  কর  জল বাঁচাও  প্লাস্টিক  দূষণ  প্রতিরোধ  কর .বলেন  দেশের  রাজনৈতিক  দল গুলি  ভয়ানক পরিবেশ  দূষণ নিয়ে  চিন্তিত  নন মোটেই। Dispur  প্রেস  ক্লাবের এই   মঞ্চে agamoni  গান শোনান  নিবেদিতা  বসু  রায়   অভিলাষ চক্রবর্তী   নৃত্য   পরিবেশন  করে        শ্রেয়  সি  রায়, সমগ্র    অনুষ্ঠানটি  সুন্দর  ভেবে  পরিচালনা করেন    অনুপম  deka  ও piyali  ঘোষ  de   এন জি ও  নেত্রী  সীমা  purakasth কে  সম্বর্ধনা  জানানো  হয়। এবার  কলকাতার  দেশ vabna  প্রকাশনী গোষ্ঠীর  কর্ণধার  সাংবাদিক  দেব কিশোর  চক্রবর্তী  অনেক  কষ্ট  করে  নয়া ঠাহর  প্রকাশ  করেছেন। তাঁকে  ধন্যবাদ  জ্ঞাপন  করেন অমল গুপ্ত।উন্মোচন   অনুষ্ঠানে   সাহায্যের  হাত  বাড়িয়ে    দিয়েছেন  সাংবাদিক  প্রদীপ  বর্মন  ,সাংবাদিক  kunja মোহন  রায়  প্রমুখ  ব্যক্তিরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.