পুজোর সময় মদ বন্ধের দাবি তে ব্রাহ্মণ সভা র স্মারক পত্র
সুদীপ শর্মা চৌধুরী:পূজায় মদ নিষিদ্ধের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল ব্রাহ্মণ সভা।হিন্দু ধর্মীয় উৎসবের মরসুমে রাজ্যে অনেক দিন ধরেই মদ বিক্রি ও সেবনের ব্যাপক প্রচলন হয়েছে। সরকারী লাইসেন্সের অধীনে মদ বিক্রি সরকারের আয়ের একটি প্রধান উৎস হয়ে ওঠেছে। কিন্তু ব্রাহ্মন সভা অত্যন্ত দুঃখের সাথে উপলব্ধি করেছে এই ধরনের রাজস্ব দিয়ে আমাদের সামাজিক শান্তিপূর্ণ সহাবস্থান হারিয়ে ফেলেছি। শুধু তাই নয়, প্রতিদিন সড়ক দুর্ঘটনার কারণে অনেক তরুণ, মানব সম্পদ হারাছি তা ছাড়া সনাতন ধর্ম এক চেলেঞ্জের সন্মুখিন তাই মুখ্যমন্ত্রীকে ধর্মীয় উৎসবের সময় সরকারী মদের দোকান গুলো বন্ধ করার দাবি জানিয়েছে ব্রাহ্মন সভা ।
কোন মন্তব্য নেই