সিকিমে সহ উত্তর পূর্বাঞ্চল পাহাড় প্রকৃতি আধুনিক সভ্যতা গ্রাস করেছে, লাখ লাখ নির্মিত ঘর বাড়ি ,বিভিন্ন প্রকল্প আজ ধ্বংসের মুখে
অমল গুপ্ত ,এট বৃষ্টি আগে দেখেনি। গত দু সপ্তাহ থেকে আকাশের মুখ ভার লাগাতার বৃষ্টি l গুয়াহাটি ডুবে গেছে।সিকিমের পাহাড়ি অঞ্চলে উত্তর সিকিমের দক্ষিণ হৃদ এ প্রবল মেঘ ভাঙা বৃষ্টিতে। সব ভেঙেছে ।গ্রামের পর পাহাড়ি গ্রাম সেতু রাস্তা সব ভেঙে চে সেনা ছাউনি ধংস হয়েছে কয়েক লাখ মানুষ ঘর বাড়ি হারিয়েছে। জল বিদ্যুৎ প্রকল্প ধ্বসে গেছে।এমন ধ্বংসের চিহ্ন আগে দেখা যায় নি। পুজোর আগে কলকাতা উজাড় করে বাঙালি রা সিকিমের মত পাহাড়ি রাজ্যে ভিড় জমান।এই ধ্বংসের ফলে স্বাভাবিকভাবেই বাঙালি রা ক্ষতিগ্রস্থ হয়েছে। যে পাহাড়ি রাজ্যে শুধুই উন্নয়ন ঘর বাড়ির কাঠামো, ফাঁকা এলাকা নেই , সব উন্নয়ন আর কংক্রিটের কাঠামো ভূমিকম্প প্রবল এলাকা প্রায় প্রতিদিন ধ্বসে মানুষের মৃত্যুর হাতছানি। উত্তরা খণ্ড হিমাচল সব রাজ্যে একই অবস্থা শুধুই তথাকথিত উন্নয়ন নেপালে ও দেখলাম একই অবস্থা। প্রাকৃতি পরিবেশ নিয়ন্ত্রণে যদি বৈজ্ঞানিক দৃষ্টি তে সব বিচার করা না হয় তবে সিকিমের মত ভয়ানক অবস্থা আবার হবে। তিস্তা পাহাড়ি নদী আজ ভয়ানক আকার ধারণ করেছে।
কোন মন্তব্য নেই