Header Ads

অপরিকল্পনা এবং অবৈজ্ঞানিক ভাবে পাহাড়ের চূড়ায় সিমেন্টের জঙ্গল সিকিম, হিমাচল প্রদেশ, সিমলা ভেঙে পড়ছে

অমল গুপ্ত,গুয়াহাটি সিকিম এ আজও হাজার মানুষ ঘর হারা  ছিন্ন মূল ,তিস্তা নদীতে  সেনার গোলা বারুদ এর স্তূপ ভাসছে। বিপদজনক স্থিতি, সিকিমে  বড় বড় ইমারত পাহাড়ের মাথায় গড়ে উটেছে ।ভূমিকম্প প্রবণ এলাকা  সরকারের  , কোনো পরিকল্পনা নেই। যে কেউ পাহাড়ের মাথায় বাড়ি বানাতে পারে অসমের অবস্থা ও একই ।আফগানিস্থান  ভূমিকম্প র ফলে ধুলায় মিশে গেছে।এলাকা র পর এলকা,মৃতের সংখ্যা দু হাজার ছাড়িয়ে গেছে। সেই পাহাড়ি অঞ্চল সরকারের অপরিকল্পিত নীতি  পাহাড়ের মাথায় ঘর আর ঘর,ভূমিকম্প লেগেই আছে। কংক্রিটের কাঠামো আর জঙ্গল কোনো নিয়ন্ত্রণ নেই।সিকিম আফগানিস্থান সব একাকার।সব পাহাড়ি এলাকার দুর্গতি  সমান।সিকিমে প্রতিদিন তিস্তা নদী থেকে মৃতদেহ বেরোচ্ছে।সঙ্গে গোলা বারুদ  মারাত্মক বিপদ  উত্তর বঙ্গের নদীগুলোতেও গোলা বারুদ ভেসে এসেছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.