কেন্দ্রের নিশানা তে সাংবাদিকরা, গ্রেফতার দুই দিল্লী সাংবাদিক
নয়া ঠাহর, গুয়াহাটি ;কেন্দ্রীয় সরকার এবার গনতন্ত্রের স্তম্ভ সংবাদ মাধ্যম কে মুখ বন্ধ করার নানা কৌশল অবলম্বন করেছে।সরকার বিরোধী সমালোচনা বন্ধে রাষ্ট্রীয় দ্রোহী র তকমা সেঁটে দিতেও কার্পণ্য করছে না ।গত 3 অক্টোবর দিল্লিতে প্রায় 30 টি ঠিকানা তে পুলিশ গিয়ে সাংবাদিকদের বাড়িতে হানা দেয় বলে জাতীয় সংবাদপত্র থেকে জানা গেল। দুজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ portal নিউজ ক্লিক এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর purkayastha ,ও সংস্থাটির অন্যতম কর্তা অমিত চক্রবর্তী কে পুলিশ গ্রেফতার করে বলে সংবাদ সূত্রে জানা গেছে। সংবাদ পত্রের স্বাধীনতার সূচক এ ভারত 2023 সালে 180 টি দেশের মধ্যে 161 তম স্থানে।গত তিন দশকে ভারত এট খারাপ জায়গায় থাকেনি। 2022 সালে ভারত ছিল 150 তম স্থানে।
কোন মন্তব্য নেই