ঋতুপর্ণা কে সম্বর্ধনা জানাল শিলচর এ আমরা বাঙালি
নয়া ঠাহর শিলচর
গত ২রা অক্টোবর মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লির সংসদ ভবনে আয়োজিত স্মারক বক্তৃতায় শিলচর নেতাজী বিদ্যাভবনের ছাত্রী শ্রীমতি ঋতুপর্ণা পাল নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে লাল বাহাদুর শাস্ত্রীর উপর মাতৃভাষা বাংলায় তার বক্তব্য প্রদান করে বাংলা ভাষা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে। তাতে শিলচর তথা অসমে বসবাসকারী হিসাবে আমরা সবাই গর্বিত।
আজ সকাল ১১ ঘটিকায় "আমরা বাঙালী" দলের এক প্রতিনিধি দল ঋতুপর্ণার শিলচর তরণী রোডের বাসায় গিয়ে তাকে উত্তরীয় পরিয়ে ও স্মারক সম্মান প্রদান করে সংবর্ধনা জ্ঞাপন করেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে "আমরা বাঙালী" দলের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেন, অসমে বসবাসকারী বাঙালীরা ভাষা সংস্কৃতির প্রশ্নে হুমকির সম্মুখীন। আমাদের ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য- তথা ইতিহাস আজ আগ্রাসনের শিকার। এই পরিস্থিতিতে ঋতুপর্ণা পাল স্বাধীনতার ৭৫ বছর অর্থাৎ অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে "স্মারক বক্তৃতা" বাংলায় প্রদান করে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে তাতে "আমরা বাঙালী" দলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করিয়া তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। প্রতিনিধি দলে অন্যান্য যারা তাদের মধ্যে সমর পাল,কাজলী রায়, রুবি রায়, রাজেশ ভট্টাচার্য, পার্থ মালাকার, গৌতম রায়, তপন দাস, আজমল হোসেন চৌধুরী, চন্দনা পুরকায়স্থ , তপোময় পুরকায়স্থ সহ প্রমুখ।
নিবেদক-
সাধন পুরকায়স্থ
সচিব, আমরা বাঙালী
অসম রাজ্য কমিটি
শিলচর
কোন মন্তব্য নেই