পূজা কমিটি গুলোকে দশ হাজার টাকা অনুদান দেবার আর্জি বিডি এফ এর
নয়া ঠাহর
পুজো কমিটিগুলিকে দশহাজার থেকে বাড়িয়ে ন্যূনতম পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হোক - সরকারের কাছে দাবি বিডিএফ এর।
গতকাল আসাম মন্ত্রীসভার এক বৈঠকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের ৬৫০০ টি পুজো কমিটিকে দশহাজার টাকা করে সরকারি অনুদান দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে রাজ্যের বিহু কমিটিগুলিকে বিহু উৎসব উপলক্ষে এক লাখ টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়। এই পদক্ষেপকে সাধুবাদ জানাবার পাশাপাশি গত দু'বছর ধরে রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলিকে ন্যুনতম পঞ্চাশ হাজার টাকা অনুদান দেবার দাবি জানিয়ে আসছে বিডিএফ। এর পরিপ্রেক্ষিতে কাল মন্ত্রীসভার বৈঠকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে সাধুবাদ ও স্বাগত জানাচ্ছে বিডিএফ।
পাশাপাশি তিনি এও বলেন যে দুর্গোৎসব বাঙালির অন্যতম উৎসব। চার দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করতে প্রচুর টাকার দরকার হয়। তিনি বলেন যে পূজার জন্য যে ঢাকিদের ভাড়া করা হয় শুধু তাঁর জন্যেই পুজো কমিটিকে দশ/ পনের হাজার টাকা মূল্য দিতে হয়। এছাড়া রয়েছে প্যান্ডেল, প্রতিমা ও পূজার অনুষ্ঠানের ব্যায়। তাই মূল্যবৃদ্ধির এই সময়ে মাঝারি মানের একটি পূজোর আয়োজনেই প্রায় দশ লাখ টাকার প্রয়োজন। তাই এর তুলনায় দশহাজার টাকা খুবই নগণ্য একটি পরিমাণ। তিনি তাই সরকারকে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে এই অনুদানকে বাড়িয়ে ন্যূনতম পঁচিশ হাজার টাকা বরাদ্দ করার দাবি জানিয়েছেন। জয়দীপ এও বলেন বিহু কমিটির অনুদানও এক লাখ থেকে বাড়িয়ে দেড়লাখ টাকা বরাদ্দ করলেও তাঁরা খুশিই হবেন। তবে দুর্গোৎসব উপলক্ষে যাতে পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগী হতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এছাড়া উৎসবের প্রাক্কালে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আপামর আসাম বাসীকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন জয়দীপ।
অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়, আহ্বায়ক হৃষীকেশ দে ,সজল দেবারায় প্রমূখ।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন হৃষীকেশ দে।
কোন মন্তব্য নেই