Header Ads

দশটি শত্রু র বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা

🙏 *শুভ বিজয়া* 🙏

*'দশ হরা' (দশেরা) একটি সংস্কৃত শব্দ,*
*যার অর্থ হল দশটি শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করা।*
*সেই দশটি শত্রু হোল -*

*অহংকার (Ego)*
*অমানবতা (Cruelty)*
*অন্যায় (Injustice)*
*কামবাসনা (Lust)*
*ক্রোধ (Anger)*
*লোভ (Greed)*
*দম্ভ (Over Pride)*
*ঈর্ষা (Jealousy)*
*মোহ (Attachment)*
*স্বার্থপরতা (Selfishness)*

*তাই এই 'দশেরা', 'বিজয়া দশমী' নামেও পরিচিত।*
*যার অর্থ হোল, 'দশটি অপগুণের' বিরুদ্ধে 'বিজয়' অর্জন করা।*

🙏💐💐💐💐💐💐💐💐🙏

*ভক্তি ও শাস্ত্রবিধির বিরোধে শ্রীরামকৃষ্ণদেব মথুরকে যা বলেছিলেন, বিসর্জনের তাৎপর্যার্থে তা স্মরণীয়।*
*মথুর শ্রীরামকৃষ্ণদেবকে যখন জানালেন তিনি প্রাণ থাকতে দেবী দুর্গা মাকে বিসর্জন দিতে পারবেন না তখন শ্রীরামকৃষ্ণদেব হেসে তাঁকে বলেন: "ওঃ!* *এ তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখন থাকতে পারে? এ তিন দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে থেকে- সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। মাকে বিসর্জন দেবে কোথায়? বিসর্জন দেবে নিজের হৃদয়ে।"*

*শুভ বিজয়া।*        (sabari  choydhary  এর  সৌজন্যে )
                     🙏🙏

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.