পরিবেশ সংরক্ষণ ছাড়া মানুষ জাতি শেষ হয়ে যাবে বললেন আর এস এস প্রধান
অমল গুপ্ত কান্দি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল;; উত্তর পূর্বাঞ্চল এর বাংলা নিউজ portal নয়া ঠাহর এর বিশেষ পুজো সংখ্যা প্রকাশ পেয়েছে।এই সংখ্য র থিম হচ্ছে পরিবেশ সচেতনতা জল সংরক্ষন প্লাস্টিক দূষণ মুক্ত পৃথিবী।সাংবাদিক অমল গুপ্তের সম্পাদনা তে প্রকাশিত 16 তম বছরের এই সংখ্যা অনলাইন পড়া যায়.।দেশের জলবায়ু পরিবর্তন ক্রমশ ভয়ানক রূপ ধারণ করছে জমির নিচে জল ভান্ডার ক্রমশ শুকিয়ে যাচ্ছে।ওপরের পাহাড় প্রাকৃতি সবুজ সব শুকিয়ে যাচ্ছে।মানুষের উদ্বেগ নেই চিন্তা নেই রাজনীতির নোংরা খেলা নিয়ে ব্যস্ত দেশের বৃহত্তম অংশ শরদ উৎসবে মেতে আছে কলকাতায় কোটি কোটি টাকা খরচ করে থিমের পুজো শেষ হলে যে কোটি কোটি পরিমাণ আবর্জনা জমে গেল দূষণ হল তা প্রতিরোধ হওয়ার কোনো খবর নেই থিম নিয়ে বুদ্ধি জীবি র পরিচয় দিল কিন্তু পরিবেশ যে ধংস হয়ে যাচ্ছে একরাশ পানীয় জল নেই সব শুকিয়ে যাচ্ছে চিন্তা নেই।এই পুজোর সময় যে পরিমাণ বিরিয়ানি খাওয়া হল যে পরিমাণ মদ খাওয়া হলে বাংলা র মানুষ চিন্তা করতে পারবে না।আকাশ সমান দূষণ ছাড়িয়ে গেল আকাশে কার্বন বাতাসে কার্বন মনের মাঝে কার্বন বিষ যার মাত্রা হিসাবের মধ্যে আসবে না।দেশের এই ভয়ানক পরিস্থিতি তে আর এস এস প্রধান মোহন ভাগ বট ( Mohon vagbot) ভাল করেই উপলব্ধি করেছেন. যা দেশের মানুষ বুঝতে পারছে না।নীতি অযোগ্ ইতি মধ্যে দেশ কে সতর্ক করে বলেছে 2030 সালের মধ্যে দেশের মাটির নীচের জল ভান্ডার প্রায় আধা শুকিয়ে যাবে দেশের দক্ষিণ একাংশ বিশেষ করে তামিলনাড়ুর চেন্নাই জঙ্গল কয়েকটি নদী শুকিয়ে গেছে। সমুদ্রের লবন জল। লবন মুক্ত করার টেকনিক জানা থাকলে ও অত্যন্ত খরচ করার ক্ষমতা গরিব দেশের মানুষের নেই। ইতি মধ্যে কলকাতার এক অঞ্চলের মাটির নিচে জল ভান্ডার শুকিয়ে গেছে। আর এস এস প্রধান দেশ কে সতর্ক করে দিয়ে বিজয় দশমীর বার্তা দিয়ে দেশের মানুষ কে বলেছেন পরিবেশ প্রকৃতি সংরক্ষন করুন 'জল সংরক্ষন করুন প্লাস্টিক দূষণ রোধ করুন এই জরুরি বার্তা দিয়ে বলেছেন যে বিশ্ব ক্রমশ তাপমাত্রা বেড়ে চলেছে সবুজ ধংস হচ্ছে মানুষের দরজা তে বিপদ ঘন্টা বাজিয়ে সতর্ক করছে। আজকের খবর রাজধানী দিল্লিতে। আকাশ কার্বন ধুলা ধুলা তে আকাশ ভোরে গেছে index নাম্বার 218 পারে হয়ে গেছে।।তিনি নি বলেন জাতির নামে দেশ ভাগ করা হচ্ছে।গতকাল দিল্লিতে রাবণ উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ভারত বিশ্বের গনতন্ত্র র পিতা। দেশের 75 বছর পর 22 জানুয়ারি রাম মন্দির উন্মোচন হবে ভারতের। vaggya উদয় হবে। আর এস এস প্রধান বলেন মণিপুরে বাইরের শক্তি জড়িত আছে।
কোন মন্তব্য নেই