রাজ্যের সঙ্গে নওগাঁ জেলায় বিজয়ী দশমীর চোখের জলে বিদায় যাত্রা
নগাঁওতে আজ বিজয়া দশমী।
সুনীল রায় নগাঁও ২৪অক্টোবর:- নগাঁও শহরে প্রায় ১২০টির অধিক শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।এই শারদীয় দুর্গাপূজা দিন গুলো শান্তিপূর্ণ অনুষ্ঠিত হলেও গত অষ্টমীর দিন বীর লাচিত সেনার একাংশ কর্মী নগাঁও শহরের হযবরগাঁও অঞ্চলের শাস্ত্রীনগর অঞ্চলের শাস্ত্রীনগর পূজা সমিতির শারদীয় দুর্গাপূজা সমিতির বেনার বাংলা ভাষাতে লেখাতে এই পূজা সমিতির বেনার ছিরি ফেলে দেয় এতে এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।এই সম্পর্কে জেলা প্রশাসনে কোনো পদক্ষেপ গ্ৰহন না করাতে জনগনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।এই ক্ষেত্রে আসাম প্রদেশ কংগ্রেসের কার্য্যকারী সভাপতি তথা বিধায়ক কমলক্ষ দে পুরকাস্ত বিভিন্ন বৈদ্যতিক চেনেলে যে বিবৃতি দেওয়া নিয়ে আনন্দের জোয়ার বেসেছে। এই ধরনের পদক্ষেপ কে ধন্যবাদ জানান। বিভিন্ন জনে মুখে শুনা গেলো বাংলী হিতাকাঙ্খী নেতা হিসেবে অভিহিত করেন।বাঙালী সংগঠন আসামে কয়েকটি আছে তারা জানতে পেরে ও এখনও লাচিত সেনার বিরুদ্ধে একটি কথা বলতে সাহস পায় নাই।এই ক্ষেত্রে হোজাইর প্রাক্তন বিধায়ক তথা সারা আসাম বাঙালী পরিষদের মূখ্য উপদেষ্টা শিলাদিত্য দে কে সমালোচনা করতে শুনা গেলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সংগঠন করা বলে একাংশ জনগনের মধ্যে শুনা গেলো।এই ধরনের সংগঠন না করার জন্য আহ্বান জানান। মুসলিম বিরোধী কথা বলে বাঙালীদের মন জয় করা ছাড়া আর কিছু না।এই ঘটনার পর আসামের বাঙালীরা তার আসল রূপ বুঝে গেছে।নগাঁও নেহেরু বালি দশমী ঘাট হতে দশমী বিসর্জন স্থলী হতে সংবাদ পরিবেশন করা হলো।
কোন মন্তব্য নেই