ঋতুপর্ণা র বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানিয়ে আসেন ভাষা শহীদ স্টেশন স্মরণ সমিতিr প্রতিনিধিরা
নয়া ঠাহর
আমরা সবাই জানি যে গত ২ অক্টোবর ২০২৩ গান্ধী জয়ন্তী উপলক্ষে স্মারক বক্তৃতামলায় সুযোগ পেয়েছিল শিলচর নেতাজি স্কুলের দশম ছাত্রী শ্রীমতী ঋতুপর্ণা পাল এবং ন্যূনতম সুযোগে ঋতুপর্ণা সংসদে দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা করেছিল। যে কারনে ঋতুপর্ণার জয়ধ্বনি হচ্ছে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার দাবি জানাতে গিয়ে শহিদের রক্তস্তাত গোটা উপত্যকায়।
আজ (১২-১০-২০২৩) সন্ধ্যায় আমাদের সমিতির লক্ষ্য থেকে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাকে আরো উৎসাহিত করতে তাকে প্রশংসিত করা হয়।
ঋতুপর্ণার হাতে মানপত্র ও একটি বাহারী গাছের চারা তুলে দেবার আগে ওকে উনিশের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
খুবই পরিমিত এই সূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব কর, সম্পাদকণ্ডলীর অন্যতম সদস্য প্রদীপ শীল, অমিতাভ দে ও সুমন দেব।
সংবাদ মাধ্যমে প্রকাশের অনুরোধে
রাজীব কর
সাধারণ সম্পাদক,
ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর।
১১-১০-২০২৩
কোন মন্তব্য নেই