সাহিত্যিক শেখ আব্দুল. মান্নান এর. কাব্য গ্রন্থ প্রকাশ পেল
প্রকাশিত হলো সেখ আব্দুল মান্নান এর কাব্যগ্রন্থ 'অনুভবের অঞ্জলি'
সংবাদদাতা, সিঙ্গুর: গত ১৫ অক্টোবর ২০২৩ সিঙ্গুর ক্লাব হলে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সাহিত্যিক সেখ আব্দুল মান্নান এর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অনুভবের অঞ্জলি'। 'মুক্ত বলাকা সাহিত্য পরিবার' এর কবি সুশান্ত পাড়ুইয়ের সম্পাদনায় শারদীয় সংকলন 'স্বপ্ন উড়ান - ৩' এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ টি। উল্লেখ্য এদিন একই অনুষ্ঠান মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন কবি সাহিত্যিকের আরও ৩০ টি গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া এদিন দিনব্যাপী সাহিত্য অনুষ্ঠানে দেড় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। যা এক বিরল ঘটনা বলে উপস্থিত একাধিক বক্তার কথায় উঠে আসে। এদিন প্রত্যেক কবি সাহিত্যিককে মুক্ত বলাকার তরফে যথাযোগ্য সম্মাননা প্রদান করা হয়।
এদিনের ব্যতিক্রমী অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ঢালী, বিকাশ যশ,অসীম দাস, চক্রপানি সেন,সুভাষ চন্দ্র ঘোষ, সুলগ্না মিত্র, শুভাশীষ দাশ, জগন্নাথ বন্দ্যোপাধ্যায়, কমলেশ মন্ডল, বন্দনা মালিক, আবদুল গাফ্ফার, সেখ আব্দুল মান্নান, জাহাঙ্গীর মিদ্দে, মুনমুন চক্রবর্তী সেন, শিবব্রত মিত্র, শংকর বক্সী প্রমুখ।
কোন মন্তব্য নেই