Header Ads

আলফা তুলি .রামের পক্ষে সওয়াল করছে ?

আলফা তুলিরামের উদ্দেশ্যে পক্ষে বিপক্ষে কি পত্র লিখেছে ?  কি সিদ্ধান্ত নিয়েছে কামতাপূর রাজ্য দাবীর পক্ষে বা বিপক্ষে ? আলফা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়। আর বরাক সহ আসাম থেকে আলাদা হয়ে যারা আরও পূর্ণ রাজ্য গঠনের দাবী করছেন তাদের দাবী রাষ্ট্র অখণ্ডতা সম্পূর্ণ অটুট রেখে ছোট রাজ্য গঠনের। এখানেই মৌলিক ফারাক। উত্তর পূর্বের আসাম রাজ্য ছাড়া বাকি সাত টি রাজ্যের কোন একটিতেও জন সংখ্যা পঞ্চাশ লক্ষ নয়। সুসম অর্থনৈতিক উন্নয়ন, সুষ্ঠ প্রশাসন,  ভাষা ও সাংস্কৃতিক সুরক্ষা, উপযুক্ত সংখ্যার জন প্রতিনিধি নির্বাচন এবং পরিকল্পিত বৈষম্য থেকে মুক্তি পেতে শান্তি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে আসামের মতো বড় রাজ্য বিভাজন হওয়া কাম্য। আসাম থেকে আলাদা হয়ে যারা রাজ্য গঠনের মাধ্যমে উপকৃত হয়েছেন এদের কেহ কেহ আলাদা হবার জন্য সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের পথও বেছে নিয়েছিলেন। কিন্তু বরাকের জনগণ কোন পরিস্থিতিতেই কোন প্রকার হিংসাত্মক আন্দোলনে অতীতেও বিশ্বাস করেনি আজও করেনা ও ভবিষ্যতেও করবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.