অসমে হিন্দু বাঙালি দের দেওয়ালে পিঠ,রাজনৈতিক লড়াই জরুরি বললেন সহদেব দাস
অমল গুপ্ত ,গুয়াহাটি:অসমে ভারতীয় গণ পরিষদের নতুন কমিটি পুনর্গঠন করা হল। সভাপতির দায়িত্বে এলেন রাজ্যে বাঙালি হিন্দুদের স্বাধীকার আন্দোলনে অন্যতম ভূমিকা গ্রহণ করা গুয়াহাটি হাই কোর্টের আইনজীবী সহদেব দাস । তার পরিচালনায় বঞ্চিত অবহেলিত বাঙালি হিন্দুদের রাজনৈতিক আন্দোলন গতি পাবে। রবিবার গুয়াহাটিতে নতুন কমিটির দায়িত্ব পেয়ে সহদেব বলেন, বিটি আর এলাকা সহ সমস্ত রাজ্যে বাঙালি হিন্দুদের জমির অধিকার থেকে সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে.।বলেন ঐক্যবদ্ধ ভাবে লড়াই করা ছাড়া বাঙালিদের বঞ্চনা প্রতিরোধ করা যাবেনা ।বলেন বসুন্ধরা প্রকল্পের নামে বাঙালি দের বরাক ব্রহ্মপুত্র উপত্যকা তে নানাভাবে হয়রানি করা হচ্ছে.।তিনচার পুরুষ আগের নথি দাখিল করতে বলে বাঙালি দের জমি থেকে উৎখাত করার গভীর চক্রান্ত চলছে। রাজ্যতে বাঙালি হিন্দুদের সংখ্যা ৭০লাখের বেশি হওয়া সত্ত্বেও তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে বঞ্চনা করা হচ্ছে।আগামী নির্বাচনের আগে রাজ্যে বাঙালি হিন্দুরা জোট বেঁধে সরকারকে উচিত শিক্ষা দেবে বলে সহদেব দাস হুশিয়ারি দেন. সভায় প্রাক্তন. বিটি এফ্ চেয়ারম্যান রবীন বিশ্বাস, অন্তশ চৌধুরী,কুশল পাল,সুমন মুখার্জী সুদীপ শর্মা চৌধুরী, স্যামলেন্দু ভট্টাচার্য,মৃণাল কুমার দাস. Santanu mukherjee প্রমুখ যোগদান করেন।
কোন মন্তব্য নেই