নওগাঁ তে সরকারি ঋণ মুকুber মেলায় ইউ ডি এফ এর আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন
নগাঁওতে ঝণমুক্ত প্রমান পত্র অনুষ্টানে এ আই ইউ ডি ফের বিধায়ক আমিনুল ইসলাম।
সুনীল রায় নগাঁও ১৬ অক্টোবর,:-অমৃত কলস যাত্রা কে ধরে আসাম সরকারের কয়েকটি সরকারী কার্যসূচীতে বিরোধী কংগ্ৰেসের বিধায়কে অংশ গ্ৰহণ করার বিতর্ক চলতে থাকার মধ্যে বিরোধী এ আই ইউ ডি ফের এক বিধায়কে সরকারী কার্যসূচীতে অংশ গ্ৰহন করাকে কেন্দ্র করে ব্যাপক চর্চা চলছে।আজ নগাঁওতে আসাম সরকারের তৃতীয় পর্যায়ের মাইক্রফাইনেন্সের উদগনি এবং সকাহ আঁচনির অধীনে ঋণমুক্ত প্রমানপত্র অনুষ্টানে এ আই ইউ ডি এফের বিধায়ক আমিনুল ইসলামে অংশ গ্ৰহন করে।বিধায়ক জনেঅংশ গ্ৰহন নিয়ে নগাঁওতে রাজনৈতিক মহলে বিশেষ ভাবে চচা লাভ করেছে।সততে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের সরকারকে কঠোর সমালোচনা করে আসাবিধাযক ইসলামে সরকারী কার্যসূচীতে অংশ গ্ৰহন কার্যে বিশেষ তাৎপর্য বহন করেছে।এই অনুষ্ঠানে ভাষন প্রদান করার অন্তত বিধায়ক জনে সংবাদ মাধ্যমের মুখামুখি হয়। সংবাদ মাধ্যমের কাছে সরকারকে সমালোচনা করে বিধায়ক জনে বলেন যে সরকারের মহিলা কে ঋণমুক্ত আঁচনি সফল হয় নাই।আসামে এখনো বহু মহিলায় ঋণ রেহাই পায় নাই বলে উল্লেখ করেআমিনুল ইসলামে বলেন যে সরকারের এই অনবদ্য আঁচনির সুবিধা লাভ করে নাই। জেলা প্রশাসনের নিমন্ত্রন রক্ষা করে আমি অনুষ্টানে আসার উদ্দেশ্য হলো ঋণ রেহাই না পাওয়া মহিলা সকলের অভিযোগ অনুধাবন করা। আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ক্রমে রূপক শর্মা,জিতু গোস্বামী,শশীকান্ত দাস, জেলা প্রশাসনের বিষয়া কর্মচারী উপস্থিত ছিল।
কোন মন্তব্য নেই