নওগাঁ beltali পূজা 174 বর্ষা পূর্তি উৎসব
নগাঁওতে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি।
নগাঁও শহরে বেলতলি পূজার ১৭৪সংখ্যক বার্ষিকী উৎসব#
সুনীল রায় নগাঁও ১৪ অক্টোবর:-ঐতিহ্যমন্ডিত এবং সাংস্কৃতিক ভাবে উজ্জ্বল আসামের অন্যতম ঐতিহাসিক শহর নগাঁওতে শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য পূজা সমিতি সমূহে ব্যপক প্রস্তুতি অব্যাহত রেখেছে। নগাঁওতে এইবছর শতাধিক পূজা সমিতির উদ্যোগে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মৃৎশিল্প সকলে প্রতিমা নির্মাণের কাজে ব্যস্ত হয়ে পরা পরিলক্ষিত হয়েছে। এখনো সকলে ব্যস্ত দূর্গা পূজা কে নিয়ে।শহরটির সবচেয়ে পুরানো দূর্গা পূজা হলো খ্রীষ্টানপট্রীর প্রয়াত জানকীসেন পরিবারের বেলতলি দূর্গা পূজা।ব্যক্তিগত এই পরিবারের এই পূজাটি ১৭৩বছরে পা দিয়েছে। বর্তমান এই পৃজা বরুযা পরিয়ালের তত্ত্বাবধানে চলছে।এই পূজা ১৮৫০ সনে আরম্ভ হয়েছিল। শহরটির অন্য একটি দূর্গা পূজা হচ্ছে উত্তর হযবরগাঁও বীণাপাণি নাট্য মন্দিরের দূর্গাপূজা।১৮৭০সনে আরম্ভ হ ওয়া এই দূর্গাপূজাটি এই বছর ১৫৪বছরে পা দিয়েছে।১৫ অক্টোবর হতে এই পূজা সমিতিতে নবরাত্রি পালন করবে। নগাঁও বাঙালি সন্মিলনীর দূর্গা পূজা এই বছর ১৩০ বছরে পা দিয়েছে।একেই ভাবে আমলাপট্রী নাট্য মন্দির দূর্গা পূজা ১২৮ বছর , ফৌজদারী পট্রী সার্বজনীন দূর্গা পূজা ১২৬ বছরে এবং, এবং পানীগাঁও কালিবাড়ীর দূর্গা পূজা ১০০বছরে পা দিয়েছে।এই সব গুলো পূজা সমিতিয়ে বর্ণাঢ্য কার্যসূচীরে দূর্গা পূজা উদযাপনের প্রস্তুতি অব্যাহত রেখেছে। তাছাড়া শহরটির বহু কয়েকটি দূর্গা পূজা ৫০-৭০বছর ধরে চলছে। শহরটির হযবরগাঁও কালিবাড়ী, নগাঁও সদর থানার সম্মূখে কালীবাড়ি, হিন্দু মিলন মন্দির, নতুন বাজার পূজা সমিতি, জ্যোতি ফ্লার মিল পূজা, নাজিরাজান পূজা, শংকর মিসনপথ পূজা সমিতি, কলংপার কৃষ্ণাশ্রম শিবমন্দির, দূর্গা পূজা সমিতি,চকীটুপ পূজা সমিতি কে ধরে শহরটির সকলো স্থানে দূর্গা পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। জেলা দুই একটি পূজা সমিতি তে দরিদ্র লোকদের মধ্যএ বস্ত্রবিতরনের কার্য্যসূচী হতে নিয়েছে। নগাঁও জেলাতে যাতে শারদীয় দুর্গোৎসব সু কলমে অনুষ্ঠিত হয়, তারজন্য নগাঁও জেলা প্রশাসনে সম্ভবপর সকলো পদক্ষেপ গ্রহণ করেছে।
কোন মন্তব্য নেই