75 লাখ বাঙালি হিন্দু বনাম নিষিদ্ধ সংগঠন আলফা যাকে ভয় পাচ্ছে বরাক ?
অমল গুপ্ত 'গুয়াহাটি:বরাক এর বিরুদ্ধে বিরাট চক্রান্ত চলছেই. একমাত্র প্রতিবাদী কন্ঠ প্রদীপ দত্ত রায় কে লাগাতার আক্রমণ করা হচ্ছে। বরাক এর একাংশ সংবাদপত্র বি ডি এফ এর কর্ণধার প্রদীপবাবু কে সমর্থন করে নিউজ করছে না কারণ dispur এর বিজ্ঞাপন বন্ধ করে দেবে।সাহস নেই dispur এর আশীর্বাদ ধন্য ulta বিরুদ্ধে কিছু লেখা।karbianglong আর আলফার মধ্যে এক অদৃশ্য মিল আছে। দেশের বৃহত্তম .জেলা karbianglong জেলা এই জেলার খনিজ সম্পদ সোনা ফলে।এখানে এক রাজা আছেন যার হাতে এক এ টি এম আছে .কোটি কোটি টাকা .তোলা যায়। আলফার মত তিনিও dispur এর আশীর্বাদ ধন্য।Dispur সরকারের রাজা ভারতের যেখানে .যান না কেন এটি এম সঙ্গে নিয়ে রাজা ও হাজির হোন। সেই .কোটি কোটি টাকার.লোভে .আলফার সংগে রাজার গভীর সম্পর্ক" dispur এর .পরামর্শ প্রতিবাদ করার কন্ঠ প্রদীপ এর কন্ঠ কে .বন্ধ করে রাজ্যের বাঙালি দের জব্দ করো । বর্তমান বিজেপি রাজ্যে ওদের সাহস বেড়েছে।গুয়াহাটি.কেন্দ্রিক অধিকাংশ টি ভি চ্যানেল সরকারের নির্দেশে চলে. প্রদীপ কে বাঁচাতে কেউ আসবে না। সংবাদ পত্রের সমর্থন পাবে না। 75 লাখ বাঙালি কে মেরুদণ্ড শক্ত করতে হবে। রাজনৈতিক শক্তি মজবুত করতে হবে। অসমের বাঙালি দের দুর্বল করার চক্রান্ত চলছে আলফা dispur সব একাকার।এর মধ্যে মিডিয়া ও আছে। নির্বাচনে আগে আরও খেলা চলবে বাঙালি দের ভয় দেখিয়ে বিজেপি পন্থী করার. তথাকথিত জঙ্গি সংগঠন আলফা আরও সক্রিয় হবে অস্ত্রের খেলা আরও বাড়বে । আর বাঙালি রা ভয়ে আতঙ্কে সব ভোট বিজেপি ঝুলিতে দেবে। ক্ষুদিরাম " নেতাজী বাঙালি জাতি আজ শেষ হয়ে গেছে ' মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে ।তাই দেশ বিরোধী শক্তি আলফা কে ভয়;তো পাবে।আর বরাক এমনিতেই দুর্বল বিজেপি তো dispur .কেনা গোলাম. নিজস্ব তা নেই?আলফা কে কাজে লাগিয়ে dispur প্রদীপ দত্ত রায়ের মত প্রতিবাদী কন্ঠ কে রুদ্ধ করতে চাইছে ।
।।
কোন মন্তব্য নেই