69 তম বন্ প্রাণী সপ্তাহ ,বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
নয়া ঠাহর ,গুয়াহাটি ,সারা দেশে জাতীয় পশু বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে অসমে বাঘের সংখ্যা বাড়ছে বলে সরকার দাবি করছে, 2018 থেকে 2022 সালের মধ্যে বাঘের আনুমানিক সংখ্যা 229 টি, 185 টি ফটো সংগ্রহ করা হয়েছে।মানস রাষ্ট্রীয় বাঘ সংরক্ষিত এলাকায় নল শুয়োরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কাজী রাঙা উদ্যানের দল হরিণের সংখ্যা 907 থেকে 1,126 পর্যন্ত বৃদ্ধি, মানস এ 121 থেকে 174 পর্যন্ত বৃদ্ধি,গুয়াহাটি চিড়িয়াখানায় জয়া ও জয় নামে দুই বিদেশি প্রজাতির jebra আমদানি করা হয়েছে।
কোন মন্তব্য নেই