Header Ads

অসমে ব্রহ্মপুত্র উপত্যকা তে 26 টি দুর্গা মণ্ডপ আক্রমণ করা হয়েছে :sadhan purakasttha


যারা অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় ২৬ টি দুর্গা মণ্ডপ আক্রমণ করল ।এরা বাঙালীর ভাষা, কৃষ্টি, সংস্কৃতির উপর আক্রমণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। একের পর এক পূজা মণ্ডপ থেকে বাংলায় লেখা বিভিন্ন ধরনের ব্যানার ছিঁড়ে ফেলা হল। সরকারি তথা প্রশাসনিক মদত না থাকলে  এই ধরনের বিদদেষমূলক কাজ করা সম্ভব নয়। "আমরা বাঙালী" অসম রাজ্য কমিটি, উগ্র বাঙালি বিদ্বেষী অসমীয়া তথাকথিত জাতীয়তাবাদীদের এই কুকর্মের নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে অসম সাহিত্য সভা সহ অসমীয়া বুদ্ধিজীবীদের এই ব্যাপারে নিরবতারও তীব্র নিন্দা জানাচ্ছি।
বাংলা ভাষা অসম রাজ্যের অন্যতম সরকারী ভাষা। সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা।মাতৃভাষার অধিকার বাঙালীর মৌলিক অধিকার। তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু অসম সরকারের এ বিষয়ে আমরা নিরবতা পরিলক্ষিত করছি। আগামীতে আমরা আমাদের জন্মদাত্রী মা কে "মা" বলে ডাকার উপর নিষেধাজ্ঞা জারী হবে।পরিস্থিতি সেই দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে যদি উগ্র জাতীয়তাবাদী কার্যকলাপ চলতে থাকে, তাহলে ভারতীয় জাতীয়তাবাদ থাকলো কোথায়?
 এই সরকারের আমলে অসমে বসবাসকারী বাঙালীর কোন অধিকার নেই। আকারে ইঙ্গিতে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উক্তি থেকে আমাদের তা বুঝে নিতে অসুবিধা হয় না। 
 এদিকে আহোম বীর লাচিত বরফুকনকে নিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন অখন্ড ভারতের স্বাধীনতার জন্য তাদের ইতিহাসকে আহোম রাজত্বের সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে অসম ব্রিটিশদের তৈরী অসম।  আজ মিজোরাম, অরুনাচল, মেঘালয়, নাগাল্যান্ড,-সিলেট-১৮৭৪ সালে ব্রিটিশের তৈরি  অসমে নেই। এদিকে বড়োরা ও অন্যান্য এলাকায় পৃথক রাজ্যের দাবী উঠিয়েছে। দাবীগুলি অসাংবিধানিক নয়। 
 অসম সরকার একদিকে হিন্দুত্ববাদের কথা বলছেন, আরেকদিকে উগ্র অসমীয়া জাতীয়তাবাদের পৃষ্ঠপোষকতা করছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রমানিত হয়েছে, এই সরকার অসমীয়া জাতীয়তাবাদী সরকার। 
 এই কার্যকলাপের মোকাবিলা করতে গেলে দলমত, ধর্মমত নির্বিশেষে বাঙালী হিসাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আমরা আপামর বাঙালী সমাজের কাছে আহ্বান রাখছি।
 নিবেদক
সাধন পুরকায়স্থ
সচিব,  আমরা বাঙালী 
অসম রাজ্য কমিটি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.