Header Ads

শিলং এ আজ রবীন্দ্র নাথ ঠাকুর এর 104 বছর আগের পদার্পণ দিবস স্মরণ

১১ই অক্টোবর ১৯১৯, ১০৪ বছর আগে এই দিনটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলং এ আসেন এবং ব্রুকসাইড বাংলোতে ওঠেন।
৩ সপ্তাহ বসবাস  করেছিলেন এই  বাংলোতে।  আজ, উক্ত দিনটিকে স্মরণ করে শিলং বাসী কবি প্রণাম দিল ব্রুকসাইড এ অবস্থিত ' Rabindranath Tagore Art  Gallery' তে। প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমতী জ্যোৎস্না চট্টোপাধ্যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা( HOD, Bengali Department). তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর নানা দিকের ওপর আলোকপাত করে ভাষণ দেন। উদ্দোক্তা শ্রীমতী মালবিকা বিশারদ মেঘালয়ের শিল্প ও সাংস্কৃতিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান, বাংলোতে অনুষ্ঠান করার অনুমতি দেবার জন্য। তিনি এও বলেন,  প্রধান মন্ত্রীকে নভেম্বর, ২০২০ তে অনুরোধ করেছিলেন,  ব্রুকসাইডকে হেরিটেজ ঘোষণা করার জন্য।  PMO মেঘলয় সরকারকে সেই  বিষয় এ  চিঠি  পাঠিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.