silchar cachar ক্যান্সার হাসপাতালে র ডাক্তার Robi kannan Romon Magsaisai পুরষ্কার পেলেন
নয়া ঠাহর ,শিলচর cachar ক্যান্সার হাসপাতালের ডাক্তার Robi kannan এবছর Romon Magsai sai পুরস্কার পান গত 2020 সালে তিনি podmosree পুরস্কার পান। এই মহাদেশে মরণ রোগ ক্যান্সার রোগ .নির্মূল করার ক্ষেত্রে উল্লেখ্ যোগ্য অবদানের জন্যে এই পুরস্কার প্রদান করা হয়। তিনি বলেন ক্যান্সার রোগ প্রথম দিকে ধরা পড়লে ভয় পাবার কিছু নেই। জীবন শেষ শেষ হয়না দক্ষিণ ভারত থেকে এসে বরাক এর সেবা করে যাচ্ছেন।তার মা Indumati দেবী সন্তোষ প্রকাশ করে বলেছেন জানতাম ছেলের একদিন কাজের স্বীকৃতি পাবে। philipine সরকার এশিয়ার আরও তিনজন কে এই মর্যাদা সম্পন্ন পুরস্কার দিচ্ছে।
কোন মন্তব্য নেই