Header Ads

নয়া ঠাহর এর পূজা সংখ্যা হিন্দু রাষ্ট্ Nepal সফর বিশেষ লেখা থাকবে সম্পাদক অমল গুপ্তের

নয়া ঠাহর  ,নেপালে র   kaski জেলার  astam  গ্রামের অন্নপূর্ণা  ইকো village    থেকে অমল গুপ্ত:: নেপালে  এলাম প্রথম ,  শিলিগুড়ি  থেকে সীমান্ত kankorvita   সেই খান থেকে 600 কিলোমিটার  দূরে নেপালের প্রধান পর্যটন কেন্দ্র pokhra  দুইদিন পর, সেখান থেকে দুটি  ছোটো বাস  বদল করে  jeep  এ 5218 fit উপরে  Eko গ্রাম  , 26000 ফুট  উচ্চতা  বিশিষ্ট  অন্নপূর্ণা  র  কোলে অবস্থিত নেপালের  অন্যতম  সেরা  অন্নপূর্ণা  eko  village   পেলাম  ।চারদিকে সবুজ পাহাড়ে আবৃত   নানা  অজানা গাছের  ভিড়,    পাখি ডাকা  সুন্দর  মনোরম পরিবেশ. 30 35,টি  পাথর এর ঘর  ছাদ ও পাথর  কেটে  নির্মিত, ফ্যান নেই , রাতে কম্বল  জরুরি, সোলার  লাইট,  ঝর্ণা  র জল ফিল্টার  করা হয়েছে   গ্রামের   গাছে গ্রিন চা , কফি এখানে উৎপাদিত  হয়, গরুর দুধ  খাবার  দই  ক্রিম  .তৈরী  হচ্ছে, গোবর দিয়ে মেডিসিন, বৃষ্টির  জল সংরক্ষন, village ,  60 ভাগ উৎপাদন  নিজস্ব  সামগ্রী  দিয়ে  Eko গ্রামের প্রতিদিনের  খাবার তৈরী হচ্ছে।. বিদেশী  জার্মান    সৌদী   আরব , গ্রিস,    আমেরিকা বাংলাদেশ   লন্ডন  থেকে  বিদেশী রা এসেছেন  নেপালে  যোগ শিখতে. বেশি  সংখ্যক  যুবক যুবতী. তাঁরা জানান   ভারতের  থেকে  প্রাচীন  রাষ্ট্র নেপাল হিমালয়ের  কোলে অবস্থিত   সাক্ষাত    মহাদেব  এর কোলে  অবস্থিত, যোগ গুরুর  দেশ, হিন্দু ধর্ম  সনাতন ধর্ম ,এখানকার ঋষি মুনির সংস্কৃত   বেদ   .প্রাচীন  ভাষা  শিখতে পড়তেন  সেখান থেকে  যোগ শিক্ষা  এসেছে.  নেপালে    আদি  ভাষা  সংস্কৃতি  শিখতে তাদের  নেপালে  আসা.। জার্মানী যুবতী  . হেলে না  জানান  নেপালে  যোগ শিক্ষা নিতে এসেছি.  যোগ শিক্ষিকা  হতে চাই. Eko   village  যোগ  শিখছে   অপূর্ব  অভিজ্ঞতা,  ভারতীয় , যোগ গুরু     মদন এর কাছে. । দুই বেলা ভারতের  সনাতন  ধর্ম  র সঙ্গে  সঙ্গতি রক্ষা  করে  প্রার্থনা,   করতে এসেছেন  তাঁরা  gayotri মন্ত্র jop করেন  Tomosa মা  জ্যোতি   gomoyo সংস্কৃত  ভাষাতে  পাঠ করেন। সার্বিকভাবে   প্রাচীন সভ্যতার  পাঠ  নিতে এসেছেন।
প্রাচীন  ভারত কে  ও কে  জানতে. ।অধিকাংশ  বিদেশী জানান তাঁরা নিজেকে  জানতে  এসেছেন.  নিজে    আত্ম   সন্ধান  করে খবর নিতে এসেছেন.।  এই  প্রাচীন  সভ্যতার  সন্ধান করতেই  ভারতে আসা। এই  villagr সবাই  organik  নিরামিষ  খাবার   খান , ঘন ঘন গ্রিন টি, কফি,   চলে  স্বাস্থ্য সম্মত  খাবার অন্নপূর্ণা র Eko  village  কর্ণধার  বিশ্ব অধিকারী   ,বেদnidi  অধিকারী , ভাই পূর্ণ   অধিকারী,   সহ  তিন  ভাই 2 004 সালে  resort  চালু করেন তাদের পত্নী   Goma  অধিকারী 

    বোন Malati  adhikari বোন , kabita thapa adikari , এক পরিবার  হিসাবে  কাজ করছেন।16 বছর আগে  শুরু করেছেন।.   অন্য প্রসঙ্গে  বলি নেপালখনিজ  সম্পদে ভরপুর  তবু  নেপালের 65 শতাংশ  যুবক  বিদেশে  চাকরি  করতে যান.। সিমেন্ট  silpo  ছাড়া নেপালের মত জল সম্পদ  বিশ্বে  নেই  ব্রাজিলের  পর  নেপালে  সর্বোচ্চ জল বিদ্যুৎ  উৎপাদিত  হয়।. 8000 মেগাওয়াট  সর্বোচ্চ।বিশ্বে. এত সম্পদ থাকে সত্বেও  বেশির ভাগ যুবক  বিদেশ চলে  যায়  ।কারণ  হিসাবে  বলছে নেপালে  বেতন কম ।Eko village এর পারিবারিক  সদস্য দিল্লী রাজ গৌতম, নামে যুবক আমেরিকা যেতে চাইছেন. আরেক সদস্য  নবীন  sujarland যাবেন।অধিকাংশ  বাড়ির  এক  দুজন  করে বিদেশে    থাকেন  ,কোটি কোটি টাকা নেপালে  পাঠায়  .সরকার  সেই টাকায় কর আরোপ  করে  রাজস্ব  বাড়ায়.।.  দেখলাম  জাপানি  সহ বিদেশী  ভাষা  শিক্ষার  বহু স্কুল  আছে. pokhra শহর   বিশাল বিদেশী পর্যটক  ভরা..হাজার  হাজার হোটেল  সব organik  ফুড আর  দামী কোম্পানির  জল  পান করে  ভারতের মত  সাধারণ বোতলের  জল  এখানে  চলে না.  ।;পথে ঘাটে     আবর্জনা প্লাস্টিক    দূষণ চোখে পড়লো না।.সবাই স্বাস্থ্য সচেতন  যোগ    করা,  খেলা ধুলা  হাঁটার  চল  বেশি। .খুব.ধূমপান  নেই, ।আছে দেদার  মদ । .  আশি 80  শতাংশ নেপালি হিন্দু  সম্প্রদায়ের  মানুষ    অন্যান্যদের  মধ্যে  খ্রিস্টান  বেড়ে  যাচ্ছে,  বৌদ্ধ  ও মুসলিম  আছে.     টেক্কা দিয়ে বাড়ছে হিন্দু ধর্ম, ।   উৎসাহের  সঙ্গে  কৃষ্ণ জন্মতিথি পালন করতে দেখলাম।।সারা পাহাড়ি শহরের  যানবাহন  দোকান পাট সবার নাম হিন্দু  দেবীর  নামে।অবাক লাগে কলকাতা  চিন্তা করতে পারবেনা  বাংলা সীমান্ত শিলিগুড়ি kankorvita  থেকে 600 কিলোমিটার   দূরে  সুপার   delax বাস   air conditions বাস. Daily  যাতায়াত  করে। ভারতীয় 100 টাকায় নেপালে  160 টাকা  বিনিময়ে  পাওয়া যায়। গাইড বন্ধু   Dandi raj  Dahal।, তার. বাবা.  86 বছরের  বৃদ্ধ নন্দলাল Dahal .5.কিলোমিটার পাহাড়ি পথে    হেঁটে  এসে দেখা করতে আসেন ।আজ  রবিবার  হাতে লাঠি  নিয়ে   ফিরে  গেলেন  ।এই  পথেই এই দেখা   শেষ  দেখা নয় তো? ,রোদ  আলোর অন্নপূর্ণা  পাহাড়ে  আজ   সাদা  Boraf  মুকুট  পড়েছে, বৃদ্ধ নন্দ লাল  ও  বিদায়  বেলার   মুকুট  পরে  নীল পাহাড়ে   মিলিয়ে  গেলেন।   নীল পাহাড়ে র  দিকে তাকিয়ে  থাকলাম  দূরে বহু দূরে নীল আকাশের  দিকে।
( নয়া ঠাহর  পুজো  সংখ্যা  এবার স্পেশাল ইস্যু  হিন্দু  রাষ্ট্র .নেপাল)




 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.