Lamdinge যুবতী নিরুদ্দেশ বৃদ্ধি পাচ্ছে, তিনজন সন্ধনহিন
স্বপন দাস , lamding
লামডিংয়ে বৃদ্ধি পাচ্ছে যুবতীর নিরুদ্দেশের ঘটনা। লামডিংএর তিনজন যুবতী সন্ধানহীন। দুইজন ছাত্ৰী এবং একজন কাজের মেয়ে।
সন্দনহীন ছাত্ৰী দুজন হচ্ছে লামডিং লাষ্ট কলনীর প্ৰিয়া মালাকার এবং, মূরা বস্তির সোনিয়া রাউত। পরিবারের লোকে জানানো মতে গত ২ ছেপ্টেম্বর ছাত্ৰী দুই জন নিজ ঘড় থেকে হোষ্টেলে ঘূড়ে যাওয়ার সময় সন্দানহীন হয়। লামডিং গঙ্গা পথে থাকা
DDU--GKY (দিন দয়াল উপাধায় গ্ৰামীণ কৌশল যোজনা) মহিলা হোষ্টেলের ছাত্ৰী ছিল সন্ধান হিন দুজন।
জানা জায় মাত্ৰ কয়দিন পূৰ্বে পরিবরর লোকে ছাত্ৰী দুজনকে হোষ্টেল থেকে নিজ ঘড়ে নিয়ে এসেছল , নিজ ঘড় থেকে হোষ্টেলে যাওয়ার সময়ে রহস্য জনক ভাবে সন্ধান হীন হয় ছাত্ৰী দুইজন।
অন্যদকে লামডিং শংকর পল্লী নিবাসী বিনোদ কুৰ্মীর ঘড়ে কাজকরা কুসুম ভৌমিজ ও রাখী পূৰ্ণিমার দিন সন্ধিয়ার পর সন্ধান হীন হয়। বৰ্তমান প্রজন্ত তিনি যুবতীর কোন সন্ধন পাওয়া জায়নি। পরিবারের লোকে পৃথক পৃথক ভবে লামডিং থানায় মিচিং এজাহর দাখিল করে।
Byte1--- সন্ধানহীন ছাত্ৰীর মাতৃ।
Byte 2--- কাজকরা যুবতী ঘড়ের মালিক।(স্বপন দাস লামডং)
কোন মন্তব্য নেই