Header Ads

Dhekial Phukan অসমিয়া জাতিকে বাঁচার মন্ত্র দিয়েছিলেন

ঢেকিয়াল ফুকনে জাতিটিকে স-সন্মানে বেঁচে থাকার মর্যদা প্রদান করেছিল #
নগাঁওতে আনন্দরাম ঢেকিয়াল বটা প্রদান অনুষ্ঠানে বীরেন সিংহ#
সুনীল রায় নগাঁও ২২সেপ্টেম্বর:- "আমি একজোপা গাছের পাতা বা তার ফুল দেখলেই হবেনা।গাছজোপার শিকারের খবর লাগবে।আমি প্রথমে একজন মানুষ তার পরে আমার শিল্পী।এইটি আমার স্বপ্ন।" আনন্দরাম ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়ে প্রদান করা" আনন্দরাম ঢেকিয়াল ফুকন বঁটা "২০২৩"বঁটা গ্ৰহণ করে এক পরিশীলিত বক্তৃতার মধ্যে এইভাবে বলেন যে বিশিষ্ট ভাস্কর, চিত্রশিল্পী,কলা নির্দেশক বীরেন সিংহে ভাষন প্রসঙ্গে শিল্পী জনে বলেন যে আনন্দরাম ঢেকিয়াল ফুকনের মত বরেণ্য ব্যক্তির নামে প্রদান করা বটা গ্ৰহণ করতে পারাটি সবচেয়ে বর কথা।এর মল্যাংকন এক ভাবতে না পারা উপলব্দি। তিনি জাতীয় জীবনে বরণ্য ব্যক্তি।তিনি জাতিটিকে স-সন্মানে বাঁচে থাকার মর্যাদা প্রদান করে রেখে গেছে বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করে সিংহে বলেন যে আনন্দরাম ঢেকিয়াল ফুকনের মধ্যে একজন শ্রেষ্ট অসমীয়াকে খুঁজে পাই। একজন শ্রেষ্ট অভিভাবক খুঁজে পাই।২০১৬সন হতে মহাবিদ্যালয়টি তে আসামের ভাষা, সাহিত্য,সংস্কৃতি,সমাজ বিষয়ে বিশিষ্ট অবদান জাগানো পাঁচজন ব্যক্তিকে ইতিমধ্যে এই বাঁটা প্রদান করে।যোলহাট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুতবিকাশ শর্মা,বিরুবালা রাভা,বিষ্ণু খারঘরীয়া, নাহেন্দ পাদুন এবং দরজে ঠংচিকে এই বঁটা প্রদান করার পরে এই বছর বীরেন সিংহকে এই বঁটা প্রদান করা হয়। উল্লেখ্য যে আনন্দরাম ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়ের প্রবেশদ্বারে খারা হয়ে থাকা ঢেকিয়াল ফুকন দেবের প্রতিমূর্তিটি শিক্ষক পরিষদের অর্থ সাহায্যে নির্মাণ করেছিল বীরেন সিংহ জনে।আজ একই মঞ্চে ড:রাধিকারাম ঢেকিযাল ফুকন স্মারক বঁটা প্রদান করে বিশিষ্ট রসায়নবিদ কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:রমেশ চন্দ্র ডেকায়। উল্লেখ্য যে ২০০১সন হতে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই বক্তৃতানুষ্টানে বক্তৃতা প্রদান‌ করেছে ড:হীরেন গোঁহাই,ভাবেন বরুয়া, রঞ্জিত কুমার গোস্বামী প্রভাত বরা, রাজেন শ ইকীয়া ছাড়া ও রাষ্ট্রীয় আন্তরাষ্টীয় পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিয়ে।নগাঁত্তের সমাজ জীবনের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকা সভাটিতে আদরণি ভাষন প্রদান করে অধ্যক্ষ ড:সদানন্দ পায়েঙে। উদ্দেশ্যে ব্যাখ্যা করে মহাবিদ্যালয়ের অধ্যআয়ন চক্রের সমন্বয়ক অরিন্দম বরকটকীয়ে এবং আঁত ধরে ড:মিলন নেওগে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.