কান্দি শহরের মেয়ে Barnali Ghatak দুধে ভেজাল বন্ধে এক যন্ত্র আবিষ্কার করে দেশে নাম উজ্জ্বল করেছে
নয়া ঠাহর, কলকাতা:কান্দি জেল রোডের মেয়ে Barnali Ghatak দুধে ভেজাল বন্ধে এক যন্ত্র আবিষ্কার করে দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। কান্দি বাসিন্দা বাবা chandan Ghatak মা জ্যোৎস্না ঘটকের কন্যা Dr,Barnali Ghatak Milk eanalyzer (MA)নামে এক যন্ত্র আবিষ্কার করেছেন.,মাত্র দু সেকেন্ড মধ্যে জল মেশানো কিনা ওই যন্ত্রে ধরা পড়বে। গত ২সেপ্টেম্বর গোয়াতে এই জাতীয় পর্যায়ের এই এই পুরস্কার তুলে দেওয়া হয় বলে কান্দি থেকে অসীম চ্যাটার্জী জানান।
কোন মন্তব্য নেই