Header Ads

ভারতীয় রেলে টয়লেট পরিষ্কার করা হয়না, Bonde ভারতের মত বিলাসী ট্রেন শ্রেণী বিভাজন সৃষ্টি করছে

অমল গুপ্ত, গুয়াহাটি:ভারত  কে  মধ্যবিত্ত  শ্রেণীর  রাষ্ট্রের নিরিখে  বিচার  করা  যায় না, 75 বছর  স্বাধীনতার  পরও  ভারত  বিলাসী  ট্রেন  Bonde ভারতের  যোগ্য   হতে  পারেনি। গরিব  রাষ্ট্র  ,গত শনিবার  নেপালে  থেকে  অসুস্থ  হয়ে পড়ি  গুয়াহাটি ফেরার  জন্যে  bangalore - গুয়াহাটি  superfirst ট্রেন  reservation  করি  4 ঘন্টা  লেট  করে রাত 1 30 মিনিটে  এন জি পি  স্টেশন   চাপি  8 নম্বর   কোচ  এর 35,38 নম্বর  সিট   অবৈধ  যাত্রীরা   দখল  করে রাখে  আমার  সঙ্গী   নেপালি  বন্ধু  Dandi  raj Dahal অনেক  কষ্ট করে  একটি   সিটে  বসার  ব্যবস্থা  করে দেন  কোনো   টি টি   ছিল না  তারা টাকার  বিনিময়ে  সিট গুলি  অন্য যাত্রীদের  দিয়েছিল  বলে  মনে  মনে  হলো।আমি  বয়স্ক  নাগরিক accritiadeted    journalist  আমার  শ্বাস  এর  কষ্ট সহ্  দুই পায়ের যন্ত্রণা   ছিল. বাধ্য  হয়ে   এন এফ রেলের  মুখ্য  জনসংযোগ  অফিসার   কে  ফোন  করি  Goswami  পরিচয়  দিলেন  জানালাম  ঘন্টা ঘন্টা   ট্রেনটি  আটকে আছে  ট্রেনে  জল নেই  বাথরুমে  দুর্গন্ধ    নোংরা  দমবন্ধ  পরিবেশ  কিছু  করুন  কিছুই  হলনা  পরে দিল্লিতে  সাংবাদিক বন্ধু  মানস   banerjee সহ্ আরেক সাংবাদিক  বন্ধু banerjee  কে  ফোন  করি   ,পরে  গুয়াহাটির  নিউজ 18 নিউজ   এর প্রধান কে  ফোন  করি  তারা পরামর্শ  দেন  রেল মন্ত্রী কে টুইট  করে অভিযোগ  জানাতে।   Lamding এর বন্ধু রেল অফিসার  দীপঙ্কর  chatterjee    RONGIYAR  Drm কে  আমার অভিযোগ  অবগত  করেন..  এর মাঝে  এক  অফিসার  দিল্লী থেকে আমাকে  বলেন  রেল মন্ত্রী কে  টুইট  করেছেন  কেন? আপনার  শরীর  কি খুব খারাপ  আপনার জন্যে  কি  করতে পারি   ডাক্তার ,  ডেকে দেবো কিনা  ,জবাবে  আমি জানায়    আগে টয়লেট  পরিষ্কার  করুন  দুর্গন্ধ   পচা  গন্ধ  কাছে যাওয়া  যাচ্ছে না  কোচ এ জল নেই. অফিসার  বললেন  এখনই  আপনার  কোচ পরিষ্কার  করে দেওয়া হবে   ,সুপার  ফার্স্ট  ট্রেন  প্রতি  ছোট  statation এও   ঘন্টা  ঘন্টা  থামতে থামতে   গুয়াহাটি এলো।  কোনো  রেল কর্মী কোচ  পরিষ্কার  করতে  এলো না  uber ডেকে  বাড়ি ফিরলাম   ঘড়িতে  তখন বাজে  3,30 মিনিট .একই সময়  বিলাসী  ট্রেন  bonde ভারত  ছুট ছিল  .দামী খাবার  দামী জল   দামী  মানুষ  আর  আমাদের  মত  এক সাধারণ  সাংবাদিক  নোংরা  দুর্গন্ধ  পরিবেশে   15 ঘন্টা  দমবন্ধ  অবস্থা  থেকে বেঁচে  বাড়ি  ফিরলাম। খুশি  হলাম  আমার  মত এক  সাংবাদিকের  দুরবস্থা  দেখে  দেশের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী  দুঃখ  প্রকাশ  করেছেন। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.