Header Ads

বহরমপুর এ ইন ট্যাক্ কুইজ প্রতিযোগিতা র সিটি রাউন্ড। সম্পন্ন

 নয়া ঠাহর  ,বহরমপুর::গতকাল বহরমপুরে ইনট্যাক ক্যুইজ প্রতিযোগিতার সিটি রাউন্ড অনুষ্ঠিত হয়। 9টি স্কুলের 18 টি ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমাদের সদস্য ড: জয়দেব বিশ্বাস। অনুষ্ঠানটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। ছাত্র ছাত্রীরা নিজেদের অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছিল। এজন্য তাদের গাইড শিক্ষক শিক্ষিকাদের অজস্র ধন্যবাদ জানাই। প্রতিযোগিতাটিতে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ফলতঃ পঞ্চম রাউন্ডের পরেও দ্বিতীয় স্হানের জন্য টাই হয়ে যায়। আমাদের মাননীয় ক্যুইজ মাস্টার ডঃ জয়দেব বিশ্বাস স্যার  rapid fire রাউন্ডের সাহায্যে টাই ভাঙেন । প্রতিযোগিতায় প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকার করেছে যথাক্রমে বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল,  মাণিক্যহার এস এস হাই স্কুল এবং সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। স্কুলগুলির সংশ্লিষ্ট  শিক্ষক শিক্ষিকারা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য রাখেন। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে তাঁরা ইনট্যাক এর কার্যাবলীর ভূয়সী প্রশংসা করেন। এবং ভবিষ্যতে ইনট্যাকের ছাত্রছাত্রী সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকার কথা বলেন। পরিশেষে একটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য ড: জয়দেব বিশ্বাস মহাশয়কে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রবীন সদস্য শ্রী বীরেশ্বর সরকার মহাশয়। তিনি আমাদের বিভিন্ন উপদেশ দিয়ে অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। এর দ্বারা প্রমাণ হয় তিনি ইনট্যাককে কতটা ভালবাসেন। এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করার জন্য  আমাদের কো কনভেনর শ্রী উজ্জ্বল সরকারের নাম উল্লেখ করতেই হবে। বহরমপুর নিবাসী  শ্রী সুতীর্থ আচার্য মহাশয়ও এই অনুষ্ঠান পরিচালনায় যথেষ্ট সাহায্য করেছেন। তাঁকেও আমাদের ধন্যবাদ জানাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.