Header Ads

লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত হল ১৪তম বাঙলা গ্রন্থ মেলা

বিশেষ প্রতিনিধি, লন্ডন : সম্প্রতি  যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের সাংস্কৃতিক কেন্দ্র ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় ১৪ তম  লন্ডন বাংলা বই মেলা। বাংলা একাডেমির সভাপতি, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, দুইদিন ব্যাপি এই বইমেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি, বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, লন্ডনস্থিত  বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক  শিল্পী রথীন্দ্রনাথ রায় প্রমুখ। বাংলা একাডেমির মহাপরিচালক জাতীসত্তার কবি নুরুল হুদা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। শিশুদের জাতীয় সংগীত পরিবেশনার  সাথে  বেলুন উড়িয়ে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় বইমেলার। 
বইমেলায় প্রতিদিন লন্ডনে বসবাসকারী  বাঙালী জনগোষ্ঠীর  শিল্পীদের পরিবেশনায় একক সংগীত,দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। লন্ডনের বেশকিছু  সাংস্কৃতিক  সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে তাঁদের পরিবেশনা নিয়ে বইমেলায় অংশগ্রহন করেন। এবার  "লন্ডন বাংলা  বইমেলা" পর্ষদ  বিলেতে সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য  সংস্কৃতিতে (সঙ্গীত) আজীবন সম্মাননা বিশিষ্ট কণ্ঠ যোদ্ধা মাহমুদুর বেণু, সাহিত্যে আজীবন সম্মাননা সালমা নাসির ডলি ( ডলি ইসলাম)
সংস্কৃতিতে বিশেষ সম্মাননা (সঙ্গীত) হিমাংশু গোস্বামী, চায়না চৌধুরী ( নৃত্য) সাহিত্যে বিশেষ সম্মাননা কবি গোলাম কবিরকে সন্মাননা প্রদান করেন। মেলার সমাপনী দিনে সম্মানিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন বইমেলা পর্ষদের সচিব দিলু নাসের এবং মঞ্চে  তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান গওহর রিজভী, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন যুক্ত রাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম , প্রখ্যাত কণ্ঠ শিল্পী রথীন্দ্রনাথ রায় এবং বইমেলা পর্ষদের  প্রধান সমন্বয়ক গোলাম মুস্তাফা।
লন্ডন বাংলা বই মেলার ১৪ তম আসরের সার্বিক তত্বাবধানে  ছিলেন  মেলা কমিটির প্রধান সমন্বয়কারী গোলাম মোস্তফা, সদস্য সচিব কবি ও ছড়াকার দিলু নাসেরের সঞ্চালনায়, কবি মাশুক ইবনে আনিস, কবি ফয়েজ আহমেদ ফয়েজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেতার বাংলার প্রধান মিসবাহ জামান, কবি ও নাট্যকার মুজিবুল হক মণি প্রমুখ।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লন্ডনে অন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে  সম্মানিত ব্যক্তিদের হাতে পদক তুলে দেবেন বাংলা একাডেমির মহা পরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নূরুল হুদা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.