বিবেকানন্দ র শিকাগো বক্তৃতা স্মরণ শিলং এ
Malabikab Bisharad shillong:স্বামী বিবেকানন্দের ১৩০তম শিকাগো বক্তৃতা দিনটি স্মরণ করে আজ শিলং বাসী স্বামী বিবেকানন্দের স্মৃতি ফলকে প্রণাম জানায়। শিলং রামকৃষ্ণ মিশনের স্বামী দিব্বস্বরূপানন্দ মহারাজ প্রদীপ প্রজ্জলন করেন। মামলা মকদ্দমায় জড়িয়ে থাকা উক্ত জায়গাটিতে ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ ১৫ দিনের বেশী সময় বসবাস করেছেন। বিবেকানন্দ প্রেমীদের জন্য খুশীর খবর এই যে সম্প্রতি গত ২১ শে জুলাই ২০২৩ মেঘলয় সরকার উক্ত জায়গায় Inspection করেন ওই জায়গাটিকে Heritage site করার জন্য। শ্রীমতী মালবিকা Start DC EAST KHASI HILLS কে অনুরোধ পত্র পাঠিয়েছিলেন।
কোন মন্তব্য নেই