দেশে শিক্ষক দিবস ব্যপক। আয়োজন
👨🏫 *শিক্ষক দিবসের - সকাল* 👨🏫
==============
🙏 *এক পথিক মহারাজ* 🙏
-------------------------------
জীবন শুরুর সকাল থেকে
*একের পর এক কতযে শিক্ষক*
আমরা বয়স বাড়ার সাথে সাথে
*জীবনেযাপনের মধ্যে পাই,*
সেই সকল শিক্ষকদের কথা
*শান্ত মনে ভাবলে সত্যিই*
বিস্ময়ে অবাক হয়ে যাই।
*জীবনের শুরুতেই* -
প্রথম শিক্ষক - মা ও বাবা
*তারপর দ্বিতীয় শিক্ষক দিদি-দাদা,*
তৃতীয় শিক্ষক হিসাবে থাকেন
*গুরুজন ও আত্মীয়-স্বজন*
আর শিক্ষক হিসেবে চতুর্থ স্থানে
*থাকেন প্রকৃতি ও প্রতিবেশী জন।*
তারপর জীবনের অনেকটা সময়
*শিক্ষক হিসাবে পঞ্চম স্থানে থাকেন,*
স্কুলের শিক্ষিকা ও শিক্ষকগণ,
*এরপর শিক্ষক হিসেবে*
ষষ্ঠ স্থানে থাকে - ভালো গ্রন্থ
*ও ভালো বন্ধু-বান্ধবিগণ।*
এরপর জীবনে শিক্ষক রূপে
*সপ্তম স্থানে থাকেন - মুনি-ঋষি ও*
জ্ঞানীগুণী পন্ডিতগণ।
*অষ্টম স্থানে শিক্ষক রূপে থাকেন,*
গুরুদেব ও সাধু সন্ন্যাসীগণ।
*তারপর জীবনে শিক্ষক গ্রুপে*
নবম স্থানে থাকেন
*সাধক-সাধিকা ও মহাপুরুষগণ।*
দশম স্থানে শিক্ষক রূপে থাকেন,
*সকল অবতার পুরুষগণ।*
মানবজীবন শুরুর প্রথম থেকেই
*প্রতিটি মানুষের শিক্ষা শুরু হয়,*
জীবনের শেষ দিন পর্যন্ত - সর্বস্তরের
*শিক্ষার জন্য অনেক ধরনের*
শিক্ষকরা আমাদের জীবনে রয়,
*তাই, এক পথিক মহারাজের*-
একটি কথা সর্বদা মনে রাখবে,
*সব সময় জীবনের সকল প্রকার*
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সম্মান
*ও কৃতজ্ঞতার সাথে*
প্রণাম জানিয়ে - মাথানত রাখবে।
*শুধুমাত্র স্কুল-কলেজের*
শিক্ষক শিক্ষিকাকেই
*শিক্ষক বলে মানবে ও*
মনে রাখবে - এমন নয়,
*জীবনে চলার পথে ছোট থেকেই*
যাদের সাহায্যে আমরা অনেক কিছু
*শিখেছি ও উন্নতি করেছি*
এমন সকল - মানুষ, গ্রন্থ,
*গুরুজন ও মহারাজগণ,*
এরা সবাই আমাদের শিক্ষক হন,
*তাই, আজ শিক্ষক দিবসের দিনেই*
শুধু নয়, প্রতিদিন আমাদের
*জীবনের সকল শিক্ষকদের প্রতি* -
শ্রদ্ধা, সন্মান, বিশ্বাস ও
*ভালোবাসা জানিয়ে*
তুলে ধরতে হবে
*শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার পাল*
তাহলেই সার্থক হয়ে উঠবে
*সকল ছাত্র-ছাত্রীদের বা*
সকল ছেলে-মেয়েদের কাছে
*শিক্ষক দিবসের - সকাল*।।
==//==//==//==//==
🙏👨🏫🙏
কোন মন্তব্য নেই