Header Ads

ইন্ডিয়া জোট নীতি হীন, আদর্শ হীন ,জোটের সমাহার ,পবিত্রতা বিনষ্ট হয়েছে

শেষ হয়েছে I,N,D,I,A জোটের বৈঠক। সেখানে
 ১ ) সবচাইতে দুর্ভাগা দল কোনটি ? শিবসেনা (উদ্ধব থ্যাকারে)। হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব থ্যাকারের ছেলেকে জোট করতে হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাথে, মেহবুবা মুফতির দলের সাথে, ফারুক আবদুল্লার দলের সাথে, কেরালা কংগ্রেস (যোশেপ) এর সাথে।
  ২ ) সবচাইতে বড়ো রসিকতা কি ? বেশ খানিকক্ষণ ধরে লালুপ্রসাদ যাদব ভাষণ দিচ্ছিলেন দুর্নীতির বিরুদ্ধে।
 ৩ ) সবচাইতে আশ্চর্য কি ? ধর্মকে আফিম বলা সীতারাম ইয়েচুরি কপালে লাল তিলক লাগিয়ে মিটিং উপস্থিত ছিলেন।
 ৪ ) সবচাইতে উলট পুরাণ কি ? যারা জোটের ভবিষ্যত দেখভাল করবেন সেই কো অর্ডিনেটিং বা ওয়ার্কিং কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক ব্যানার্জী। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরির পূর্ণ সমর্থনে। সেই অভিষেক ব্যানার্জীকে ই ডি কেন এরেস্ট করছে না সেটা নিয়ে আবার সরব অধীর-সেলিমরা। 
 ৫) সবচাইতে নিষ্ঠুর উপহাস কি ? মিটিং এর অন্যতম আলোচ্য বিষয় দারিদ্র্য দূরীকরণ। সেই হোটেলে এক কাপ চায়ের দাম ৫৫০ টাকা। ৫৫০ টাকা কাপ চায়ে চুমুক দিয়ে আলোচনা হয়েছে কিভাবে দারিদ্র্য দূর করা যায়।
৬) সবচাইতে করুণ পরিণতি কার ? অধীর রঞ্জন চৌধুরী। এত দলের এত নেতার উপস্থিতি। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা সেখানে আমন্ত্রিত ছিলেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.