Header Ads

বরাক এর দুই বিলুপ্তি আসন্ন রক্ষায় আন্দোলন ছাড়া গতি নেই

  নয়া  ঠাহর,  বদর পুর। :ডিলিমিটেশনের নামে অগণতান্ত্রিকভাবে বরাকের সমষ্টি পুনঃনির্ধারন ও বরাক থেকে দুইটি দুটি আসন বিলুপ্তির প্রতিবাদে শনিবার ফের একবার বদরপুরের সভা থেকে এক জোরদার আন্দোলনের আওয়াজ উঠলো। বদরপুর সুরক্ষা সমিতির ডাকে আয়োজিত এদিনের সভায় বরাকের তিন জেলার বিশিষ্টজন সহ গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদার উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বরাককে বাঁচাতে আন্দোলন ও আইনি লড়াই একমাত্র সমাধান বলে উল্লেখ করেন। এডভোকেট তাপাদার আগ বাড়িয়ে বলেন বরাকের জন্য তিনি বিনা পারিশ্রমিকে সুপ্রিম কোর্টে লড়তে প্রস্তুুত রয়েছেন। এবং এনিয়ে অন্য একটি মামলা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। এদিনের সভায় কাছাড় জেলা থেকে বরাক হিউম্যেনিটি ফাউন্ডেশনের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ, সি আর পি সির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, আইনজীবী অরুণাংশু ভট্টাচার্যী, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, বিশিষ্ট শিক্ষাবিদ হিফজুর রহমান, সিপিআইএম নেতা তরুণ গুহ, হাইলাকান্দি জেলা বারের এডভোকেট রুকন উদ্দিন, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্ঝর দাস, মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা নির্মল দাস,  জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিনরা উপস্থিত হয়ে বরাকের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জোরদার আন্দোলন গড়ে তোলার সংকল্প গ্রহন করে আগামী কিছুদিনের মধ্যে এনিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। সিআরপিসির সাধন পুরকায়স্থ বলেন বরাকের বাঙালিদের অধিকার কেড়ে নিতে এখানে অত্যান্ত কৌশলে  আহোমকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন বরাকের বাঙালিরা রাজ্যের আসল খিলঞ্জিয়া ও ভূমিপুত্র। তাই কারো কাছে নতুন করে পরিচয় তুলে ধরতে হবে না। পুরকায়স্থ বলেন বরাককে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে দুটি আসন বিলুপ্তি করা হয়েছে। হিউম্যেনিটি ফাউন্ডেশনের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ বলেন বরাকের মানুষের নিরবতায় বরাকে এই কালোদিন চলে আসছে। এখনো সজাগ না হলে আগামীতে আরও অনেক কিছু হারাতে হবে বলে তিনি উল্লেখ করেন। আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ বলেন বরাকের স্বার্থে বরাকের বাঙালি হিন্দু মুসলিমদের এক হয়ে কাজ করতে হবে।  না হলে কোনো ধরনের আন্দোলন সফল হবে না। এদিন প্রতিজন বক্তা তাদের  বক্তব্যে বরাকের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন এরা নির্লজ্জ ও নিস্কর্মা। বরাক থেকে দুটি আসন বিলুপ্তি নিয়ে তাদের নীরব ভূমিকা সত্যি দুঃখজনক বলে তাঁরা উল্লেখ করেন। বক্তারা বলেন তাদের নিস্ক্রিয় ভূমিকায় বরাক উপত্যকা আজ একের পর এক সম্পদ ও ঐতিহ্য হারাতে চলেছে। তাই আগামীদিনে নেতা নির্বাচনে বরাকের মানুষকে ভেবেচিন্তে নির্বাচন করার আহ্বান জানান তাঁরা। এদিনের সভায়  বরাকের তিন জেলার অগণতান্ত্রিকভাবে সমষ্টি পুনঃবিন্যাস নিয়ে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও বরাক উপত্যকা ভিত্তিক একটি বুদ্ধিজীবি বৈঠকের আয়োজন করে পরবর্তীতে আসামের রাজ্যপালের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বদরপুর সুরক্ষা সমিতির কর্মকর্তা ডাক্তার নিলয়কান্তি পালের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় প্রথমে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন মণিন্দ্র মালাকার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়নুল হক, মনসুর আলম, এপি সদস্য কমরুল ইসলাম, অগপ নেতা সৈয়দ কমরুদ্দিন, জিপি সভাপতি আসুক উদ্দিন, সেলিম খান সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.