Header Ads

লোকসভায় নতুন ভবন এ মহিলা সংরক্ষন বিল পেশ

অমল গুপ্ত  ,গুয়াহাটি  :লোকসভার  নতুন  ভবন পার্লামেন্ট  হাউস  অফ ইন্ডিয়া আজ  27 বছর  পর  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী  মহিলা সংরক্ষন  বিল  পেশ  করেন    33 শতাংশ  হারে  দেশের  সর্বস্তরে  মহিলাদের আসন্  সংরক্ষিত  হবে 
।এই  বিল  বাস্তবায়িত  আগামী 2024 সালের  লোকসভা   নির্বাচনে  কার্যকর  হবে না।বিজেপি  সরকার  আগামী  ভোটের  রাজনৈতিক  মুনাফা  আদায়  করার  লক্ষে  বিল টি পেশ করে.। দেশের  পরবর্তী  জনগণ না,, এবং   ,Dilimition  কমিশন  আইন  সংশোধন  এর পরই  তা  কার্যকরী  হবে । তা 2029  সালের আগে হচ্ছে না  কিন্তু সামনে লোকসভার  নির্বাচনের  দিকে তাকিয়ে  বিজেপি  বিলটি  পাশ   করে দেশের  অর্ধ আকাশের  সমর্থন   আদায়ের  পথ     সুগম  করলো। কংগ্রেস  দলের   প্রধানমন্ত্রী Deba  goura  সরকার   27 বছর আগে  সংসদে  পেশ করেছিলেন   বিল  টি, সমর্থনের  অভাবে  পাশ করা যায় নি  পরে।     প্রধানমন্ত্রী  মনমোহন  সিং  রাজ্য  স ভা.তে 2010 সালে  বিল টি  পাশ করিয়ে  ছিলেন।আজ লোকসভা তে বিরোধী দলনেতা   অধীর  চৌধুরী  জোরালো  দাবী করেন  বিলটি  এখনও  জীবিত  আছে  মৃত্যু ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ  challange  করেন। বর্তমানে লোকসভার  543 জন সদস্য আছেন  যদি কোনোদিন  বিলটি  কার্যকরী  .হয় তবে মহিলা সংসদের  সংখ্যা  হবে 181 জন. দেশে বর্তমানে   পুরুষ ভোটারের  থেকে মহিলা  ভোটার প্রায়  67 শতাংশ। ভারতের   সংসদে  14 শতাংশ  মহিলা প্রতিনিধি আছেন   বাংলাদেশ,  আফগানিস্তানে  মত   মুসলিম  দেশেও  তাদের সংসদে  20 শতাংশের  বেশি মহিলা  সংসদ  আছেন।  কেন্দ্রীয়  বিজেপি মন্ত্রী    স ভ তে হাতে তে গোনা তিন চার জন মন্ত্রী আছেন  বঙ্গের  মহিলা  প্রতিনিধি  .বেশি,  টেক্কা দেবে।আজ সংসদে  শতাব্দী  রায় সহ  অন্যান্য  তৃণমূল  প্রতিনিধিরা  মমতা  বন্দ্যোপাধ্যায়  এর  মহিলা সংরক্ষন  নিয়ে  তার অবদানের  কথা তুলে ধরেন।এই  মহিলা  সংরক্ষন  বিল নিয়ে   কিছু  প্রশ্ন   থাকলেও  বিজেপি    রাজনৈতিক  মুনাফা  আদায়  করে নেবে.   2024 নির্বাচনে   জয় লাভের  অন্যতম  স্লোগান  হবে। এই  বিল।19 সেপ্টেম্বর  মঙ্গলবার  গণেশ   পুজোর  দিনে   নতুন   ভবন   এ সাংসদরা  আনুষ্ঠানিক   প্রবেশ  করেন. ।বিশ্বের 185 টি দেশের  সংসদে মহিলা  সংসদ দের হারের তুলনায়  ভারতের হার 141 জন  অনেক নিচে। কংগ্রেস  নেত্রী   সোনিয়া গান্ধী  বলেন মহিলা বিল  তাদেরকেই।2008 সালে  এই বিলের  খসড়া  প্রস্তুত  করেছিল  কংগ্রেস   2010 সালে বিল টি রাজ্য সভা তে পাশ হলেও  লোকসভায়   তা পাশ  হয়নি। 2018 সালে  রাহুল গান্ধী  এই বিল নিয়ে প্রধানমন্ত্রী কে  চিঠি লিখেছিলেন। সংসদের  বিশেষ  অধিবেশনে  সব  দলের  বৈঠক ডেকে    বিল  টি আলোচনা করা যেতো  বলে মন্তব্য  করেন  জয়রাম  রমেশ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.