সরকার দুই ধরণের ট্রেন চালু করে শ্রেণীর বিভাজন এ উৎসাহ দিচ্ছে
নয়া ঠাহর, bangalore -গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন থেকে:: ভারত সরকার bonde ভারতের মত বিলাসী ট্রেন চালু করে দেশের মধ্য বৃত্তি র মানুষদের খুশি করলেন।উন্নত মানের.খাওয়া দাওয়া সবই আছে। পাশাপাশি bangalore, গুয়াহাটি superficial এক্সপ্রেস ট্রেনের 8 নাম্বার কোচের দুরবস্থা দেখে আঁতকে উঠলাম।কোচ নম্বর 8 এ আমাদের sit নম্বর ছিল 35,38 .ট্রেন টি 5 ঘন্টা lete রাত 1 টা 35 মিনিটে এন জি পি স্টেশন a আসে ট্রেনে উঠে sit খুঁজে পেলাম না শতাধিক অবৈধ যাত্রী দখল করে ছিল , ট্রেনটি বাথরুমে যাওয়া যায় না দুর্গন্ধ নাকে রুমাল দিলেও পচা গন্ধ মোদীর বিলাসী ট্রেন bonde ভারতের সঙ্গে একবার তুলনা করে দেখুন কি বীভৎস বিভাজন ! টি টি বাবু দের একবার ও দেখা গেল না , প্রচণ্ড নোংরা দুর্গন্ধ পরিবেশে কোচের। জল নেই, আমার মত সিনিয়র নাগরিক 48 ঘন্টা কাটিয়ে প্রায় অসুস্থ হয়ে বাড়ি ফিরলাম.।দেশের 75 বছরের স্বাধীনতার পরে ও ট্রেনের এই হাল বড় লজ্জা, বড় লজ্জা. প্লাস্টিক দূষণ তো আছেই। বন্ধ করার সাহস দেখাতে পারলো না সরকার ,.স্বাধীন রাষ্ট্র নেপালে দেখে এলাম রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লাস্টিক টুকরো চোখে পড়ল না, আর কলকাতা গুয়াহাটির রাস্তা ঘাট নর্দমা সব প্লাস্টিক আবর্জনা উপচে পড়েছে।sarvog আর borpeta Road স্টেশন 5 6 ঘন্টা তথাকথিত সুপার ফার্স্ট ট্রেনটি থামিয়ে রেখে যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দিল রেল বলার কিছুই নেই ,ভারতের ট্রেনের অভিভাবক নেই। মানসিক যন্ত্রণা ভোগ করতেই হবে।
এন এফ রেলওয়ে সদর Maligoan তারা যাত্রীদের দুরবস্থা নিয়ে কোনো খবর রাখে না।borpeta রোডে কেন ঘন্টা পর ঘন্টা ট্রেন টি আটকে রাখে হয়েছে খবর রাখে কি?
কোন মন্তব্য নেই