শিলং বিবেকানন্দ র স্মৃতি রক্ষা স্থান সুরক্ষিত হবে তো
Malabika Bisharod। ,শিলং বিবেকানন্দ ১৯০১ এর এপ্রিল - মে মাসে প্রায় ১৫ দিন বা তার সামান্য কিছু বেশী দিন ছিলেন। ১৯৬৩ - ৬৪ সালে এই স্মৃতি ফলকটি রামকৃষ্ণ মিশন স্থাপিত করে বিবেকানন্দের স্মৃতি রক্ষার জন্য। বাত্তি বাজারে ১১৫ নম্বর বাড়ীটির তখনকার মালিক সহমত পোষণ করেছিলেন নিশ্চয়ই।..... ২০০০ সালের প্রথম দিকে বিবেকানন্দ বসবাসকারি বাড়ীটি ছিল। তার পর, তা ক্রমশ ভেঙে ফেলা হয় ইচ্ছা করে। ..... সময় গড়ায়। ওই বাড়ীর জমিটি নিয়ে দুই দলের মালিকত্ত নিয়ে মামলা শুরু হয়। আমার জানা মতে জা এখনো চলছে।.... কিছুদিন আগে একটি সরকারী ইন্সপেকশন হয়( গত ২১শে জুলাই ২০২৩) ওই জায়গাটিকে হেরিটেজ ঘোষণা করার জন্য। তার পর! জানানেই।..... ভবিষ্যতে কি হবে, তার কোন নিশ্চয়তা নেই। বড় কষ্ট হয় ওই স্থানে গেলে। কি অবহেলা😢 সদ্দিচ্ছা থাকলে এখনকার দুই পক্ষের তাগিদে কবেই, জায়গা - বাড়ী সব রক্ষা পেত।.... সেদিন সন্ধায় গিয়ে এই ফটো তুলে নিলাম। কখন আবার না এই স্মৃতি ফলকটি কেউ গায়েব করে দেয়। .... আগামী সোমবার একটা প্রদীপ প্রজ্জলন করে বিবেকানন্দের ১৩০তম চিকাগো ভাষণ টিকে স্মরণ করে প্রণাম জানাব, এই ইচ্চে আছে। কেউ আবার লাঠি নিয়ে তারা না করে! 🙂
কোন মন্তব্য নেই