Header Ads

সংঘ প্রধান মোহন ভাগবত গুয়াহাটিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিন দেশ বাসীকে আবেদন করেন এবার ইন্ডিয়া বলবেন না ভারত বলুন

 অমল গুপ্ত ,গুয়াহাটি ::আর এস এস প্রধান মোহন ভাগবত আজ তিন দিনের জন্যে অসম সফরে এসে বলেন ইন্ডিয়া বলবেন না ,ভারত বলুন। আজ মুব্বাই ইন্ডিয়া জোটের ২৮,দলের বৈঠকে   বড় কোনো সিদ্ধান্ত  প্রথমেই ধাক্কা খেল।যৌথ সংবাদিক সম্মেলনে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  তৃণমূলের   সাধারণ  সম্পাদক অভিষেক  সম্মেলন ছেড়ে বেড়িয়ে যান। আজ ১৪সদস্যের এক   সমন্বয়  রক্ষা Comittee গঠন করা হয়।সেখানে অভিষেক কে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়   অমিতাভ বচ্চন  পরিবারের সঙ্গে দেখা করেন। রাহুল গান্ধী একাই  সংবাদিক সম্মেলন ডেকে গৌতম আদানি কে তীব্র আক্রমণ করেন।  সেখানে অন্যান্য দল দূরে দূরে ছিল। বিজেপির সঙ্গে অধিকাংশ দলের সুসম্পর্ক থাকায়  ইডি সিবিআই লাগিয়ে দেবে এই ভয়ে  ইন্ডিয়া জোট   বাঁধতে পারছে না। জেল ফেরৎ লালু যাদব এরমত নেতাও এই জোট  আছে।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি গ্রস্থ নেতারা ইন্ডিয়া গড়েছে। রাহুল বলেছেন  আদানি গোষ্ঠী বিজেপি র সাহায্য নিয়ে দেশ কে বিক্রি করছে। ২৮,দলের নেতারা প্রাথমিক ভাবে  কংগ্রেস দলের ।সভাপতি।খাগ্রে কে ।প্রধান।মন্ত্রীর পদ এ দেখতে চাইছেন।খারগের ভাবমূর্তি ভালো ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.