প্রাক্তন মুখ্যমন্ত্রী সনওয়াল নিজের রাজ্যে পাকাপাকি ভাবে আসার জমি প্রস্তুত করছেন
অমল গুপ্ত,গুয়াহাটি;অসমের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। সর্ব নন্দ সনওয়াল অসমে মাটি কামড়ে পড়ে আছেন।।নিজের জেলা dibrugarh r সার্বিক উন্নয়নে কাজ করে যাbচ্ছেন।সেখানে যোগ ও প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল গড়বেন।তিন এখানকার বেকার দের কর্মসংস্থানের নানা ব্যবস্থা করছেন। ,কেন্দ্রীয় বন্দর,জল পরিবহন,জলপথ, ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনওয়াল দেশের একজন বিশিষ্ট কেন্দ্রীয় প্রতিনিধি অসমে তার নির্বাচন কেন্দ্র নেই।রাজনৈতিক ভাবে তাকে বঞ্চিত করার চক্রান্ত চলছে।একাংশ মিডিয়া কেন্দ্রীয় মন্ত্রী কে পাত্তাই দেয় না। এর মধ্যে সবার মন জয় করা সর্বা এগিয়ে যাচ্ছেন। ধীর গতিতে। গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট রোড শো আনুষ্ঠানিক ভাবে উদ্বধন করে ৩১আগস্ট জানান উত্তর পূর্ব ভারতে জল পথ উন্নয়নে ১৭০০ কোটি টাকার প্রকল্প গড়ে বিনিয়োগ করা হয়েছে।জানান সারা দেশে গত ৯বছরে ৫,২০০ কোটির বেশি টাকা বিনিয়োগ করা হয়েছে।তিনি ডিব্রু গরকে বাংলাদেশ এর নদী বন্দর গুলোর সঙ্গে ব্রহ্মপুত্র জল পথের সংযোগ সাধন করে দিয়েছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারানসি থেকে ডিব্রগর তিন হাজার কিলোমিটার জাহাজে বিদেশি পর্যটক এনে অসম কে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন। তার অবদান ভুললে চলবে না।
কোন মন্তব্য নেই