বঙ্গ গৌরব সম্মান পেলেন ব্যবসায়ী Bablu মাইতি
নয়া ঠাহর প্রতিনিধি, কলকাতা :
বঙ্গ গৌরব সন্মান পেলেন পুনের বাঙালী ব্যবসায়ী বাবলু মাইতি। ওয়াল্ড বুক অফ স্টার রেকর্ডস ও বৈকল্পিক চিকিৎসা পদ্ধতি বিকাশ সংস্থা এই সন্মান প্রদান করেন বাবলু মাইতিকে। সম্প্রতি কলকাতার নিউটাউনের তাজ সিটি সেন্টারে আয়োজিত দ্বিতীয় বঙ্গ গৌরব সন্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শন্কর ডান্স কোম্পানির প্রতিষ্ঠাতা অধিকর্তা চন্দ্রোদয় ঘোষ, নেতাজীর ভ্রাতৃপুষ্প চন্দ্র কুমার বসু, বিশিষ্ট তবলাবাদক পন্ডিত প্রদীপ ঘোষ,পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, সিনেমা নির্দেশক ও প্রযোজক প্রবীর রায়, পন্ডিত রবিশন্কর মিউজিক ফাউন্ডেশনের সভাপতি ণবারুন চ্যাটার্জী ও ওয়াল্ড বুক অফ স্টার রেকর্ডস'র অধিকর্তা ডক্টর রাজীব পাল প্রমুখ। সফল উদ্যোগপতি হিসাবে পশ্চিমবঙ্গের পাঁশকুঁড়া থানার পূর্ব বাকুলদা গ্রামের কৃষক পরিবারের সন্তান বাবলু মাইতিকে বঙ্গগৌরব সন্মানে ভূষিত করা হয়। আর্থিক অনটনের কারনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের সুযোগ না পাওয়া বাবলু মাইতি ১৫ বছর বয়সে জীবিকার সন্ধানে বাড়ি থেকে বহুদূরে পুণে শহরে একটি প্লাস্টিক কোম্পানিতে কাজ শুরু করা এখন বিশ্বকর্মা প্লাস্টিক সংস্হার মালিক হয়েছেন। সম্প্রতি তিনি পেয়েছেন ভারতশ্রী রাষ্ট্রীয় সন্মান ও মহারাষ্ট্র রত্ন সন্মানও পেয়েছেন। ব্যবসার পাশাপাশি বিপন্ন মানুষের জন্যও কাজ করে চলেছেন তিনি।
কোন মন্তব্য নেই