উচ্ছেদ করা 60 টি বাঙালি পরিবার এর পাশে দাঁড়ান আহবান আমরা বাঙালি রাজ্যে কমিটির
নয়া ঠাহর।
সম্প্রতি শোণিতপুর জেলার বরসালায় উচ্ছেদ হওয়া ৬০টি হিন্দু বাঙালী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান রাখল 'আমরা বাঙালী' অসম রাজ্য কমিটি। দলের রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন, মা-বোনদের সব হারানোর কান্না বিজেপির বাঙালী ভক্তকুল চেয়ে দেখুন। দেশভাগের বলি পূর্ব বঙ্গ থেকে আগত নিপীড়িত হিন্দুদের নাগরিকত্বের আশ্বাস দিয়ে ভোট নিয়ে গদি দখল করার পর প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিজেপি সরকার কিভাবে বুলডোজার চালাচ্ছে এই বাঙালী হিন্দুদের উপর। ডিটেনশনক্যাম্প তৈরি হয়েছে শুধু বাঙ্গালীদের গারদে ঢোকানোর জন্য। এরপরেও অসমের বাঙালীরা, বরাক উপত্যকার বাঙালীরা কিভাবে বিজেপিকে সমর্থন করবেন? বিজেপি বাঙালী বিদ্বেষী একটি দল। এই বিজেপির লক্ষ্যই হল বাঙ্গালীদের ,অসম থেকে উৎখাত করা।বাঙ্গালীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত করা। কোথায় গেলো দেশভাগের বলি লোকদের প্রতি জাতীয় নেতাদের প্রতিশ্রুতি, তাই বাঙ্গালীদের কাছে 'আমরা বাঙালী'র পক্ষ থেকে আহ্বান রাখছি ধর্মমত নির্বিশেষে সমস্ত বাঙালীরা ঐক্যবদ্ধ হোন। বিজেপির এই বাঙালী বিরোধী চক্রান্তের বিরুদ্ধে বিজেপিকে পরাস্ত করতে বাঙালীর ঐক্যবদ্ধতা একান্ত প্রয়োজন।
নিবেদক--
সাধন পুরকায়স্থ
সচিব, আমরা বাঙালী
অসম রাজ্য কমিটি
শিলচর
কোন মন্তব্য নেই