Header Ads

লোকসভায় মহিলা সংরক্ষন বিল পাশ, পক্ষে 454 বিপক্ষে 2 টি ভোট পরে রাজ্য সভা তে ও বিল পাশ

  অমল  গুপ্ত,    গুয়াহাটি ;  দেশের  কোটি কোটি  নারী  দেশের  কোনো না কোনো  লাঞ্ছিত  হচ্ছে   সুবিচার পারছে না.  আইএন, আদালত  এগিয়ে আসছে না ।নানা  ক্ষেত্রে  বিপর্যস্ত অর্ধ  আকাশ  মহিলা  সমাজের  রাজনৈতিক  অধিকার  সুনিশ্চিত করতে   33 শতাংশ আসন্  সংরক্ষণের   মহিলা  সংরক্ষন  বিল  বিনা বাধায়  লোকসভায় পাশ  হল। দেশের মহিলাদের  প্রতি  যে  ধরণের  অপরাধ  সংগঠিত  হয়েছে   তাতে  বিলটি  বিরোধী তা. করার সাহস  দেখাতে পারেনি কোনো দল। আইএন  টি  2024 সালে  নির্বাচনে  সময়  কার্যকর  হবে না। তবে  দেশের মহিলাদের  মানসিক  শক্তি বৃদ্ধি পাবে। এবার  রাজ্য সভা  তে বিলটি  পাশ  হলেও  আইএন এ পরিনতি  হবে  দেশের বিধানসভা  গুলোতে পাশ  করাতে  হবে। দেশের  67 কোটি. ভোটার  কে  সোনালী  দিনের ফুল তুলতে  আরও 
  কয়েকবছর  অপেক্ষা  করতে হবে।আজ একদিন পর  রাজ্য  সভা  তে  বিলটি পাশ হয়ে যায়  এখন রাষ্ট্রপতির    অনুমোদন  পেলেই  মহিলা  বিলটি  কার্যকর  হবে দেশ জুড়ে.,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.