সংসদে বিশেষ অধিবেশন 18 থেকে 22 সেপ্টেম্বর, এক দেশ এক ভোট নিয়ে আলোচনা
নয়া ঠাহর, গুয়াহাটি::দেশের হাজার হাজার কোটি টাকা নির্বাচনী খরচ বাঁচাতে এক দেশ এক ভোটের প্রস্তাব নিতে চলেছে কেন্দ্রীয় সরকার
.আগামি 2024 সালের লোকসভা নির্বাচনের সময় বিধানসভা র নির্বাচন একই সময় হবে. সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই লোকসভা জরুরি অধিবেশনে বসবে।মুখ্যমন্ত্রী শর্মা বলেন প্রস্তাব গৃহীত হলে খরচ কমবে সারা বছর উন্নয়নের কাজ চলবে. ।
কোন মন্তব্য নেই