যাদব পুর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ইংরাজি জানতে হবে , Steline ,,Mousetung এর নাম না জানলে ছাদ থেকে ফেলে দেওয়া হতে পারে মন্তব্য ব্রাত্য বসুর
নয়া ঠাহর, গুয়াহাটি; কলকাতা;বঙ্গের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে যাদব পুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য চলছে। প্রাক্তন ছাত্র রা হস্টেলে থেকে দাদা গিরি করে প্রত্যন্ত গ্রামের ছেলে পড়তে এসে ভাল ইংরাজি না জানলে তাদের উপর torchar করা হয় বলে অভিযোগ এসেছে. । এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভারত বিরোধী পশ্চিমী সংস্কৃতি শিক্ষা দেওয়া হয় প্রতিবাদ করলেই মার খেতে হয়। হোস্টেলে হোস্টেলে ব্যপক নেশা মদ চলে. সন্ধ্যে নামলে খেলা শুরু হয়.। রাস্তায় লাইট সি সি ক্যামেরা সব ভেঙে ফেলে দুষ্কৃতীরা।নোংরা খেলা শুরু হয় .. দেশের নেশা নিবারণ সংস্থা narkotik cell নিয়মিত তল্লাশি চালায় বলে জানা গেলে. ।হোস্টেলে সুপার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সিকিউরিটি গার্ড প্রতিবাদ করলেই বিপদ একাংশ দাদা গিরি করা ছাত্রদের ঘেরাও প্রতিবাদ শুরু হয়. তা প্রতিরোধ করার সাহস পুলিশ ও নেই। এই হোস্টেলে বছরের পর প্রাক্তন ছাত্রদের থাকার অনুমতি দেওয়া হয়. এক ছাত্রকে এই দুষ্কৃতীরা হত্যা করার পর সরকারের চোখ খুলেছে। 9 জন প্রাক্তন ছাত্র কে পুলিশ গ্রেফতার করেছে।100 জন মত ছাত্র পুলিশ এর নজরে আছে.. নদিয়ার গরিব ঘরের ছাত্র টি বাংলা ভাষা কে ভালো বাসে বাংলা পড়তে তথাকথিত নামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রাণ দিলেন. তাকে উলঙ্গ করে ছাদ থেকে ফেলে দেওয়া হল বুদ্ধি জীবি দের প্রতিবাদ নেই মোমবাতি মিছিল নেই এই বঙ্গের নাম পশ্চিমবঙ্গ যাদের মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে।প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। নিহত ছাত্র স্বপ্ন দীপ কে উলঙ্গ করে raging করার সময় জিজ্ঞাসা করা হয়েছিল সে পুরুষ না নারী ,পোষাক .খোলার সময় স্বপ্ন দীপ প্রতিবাদ করলে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে tivi সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বামপন্থী ছাত্রদের হাতে খুন হোল স্বপ্ন দীপ।
কোন মন্তব্য নেই