Header Ads

স্বাধীনতা দিবসে মন্ত্রী পীযূষ হাজrika

নগাঁওতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন মন্ত্রী পীয়ুষ হাজারিকার।
স্বাধীনতা আন্দোলনের নগাঁওযের ভূমিকা অপরিসীম।
সুনীল রায় নগাঁও ১৬আগষ্ট :-সমগ্ৰ দেশের সাথে গতকাল নগাঁওতে রাষ্ট্রীয় ৭৭সংখ্যক স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনা মাধ্যমে উদযাপন করা হয়।নগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে নগাঁও শহরের ঐতিহ্যমন্ডিত নুরুল আমিন ষ্টেডিয়ামে কেন্দ্রীয় ভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের কাম্ভীর্যপৃর্ণ অনুষ্টানে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে আসাম সরকারের জনসংযোগ এবং জলসম্পদ বিভাগের মন্ত্রী পীয়ুষ হাজারিকায়। কয়কেশতাধিক লোকের উপস্থিতিতে দেশের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী হাজারিকা জনগনের উদ্দেশ্য দেওযা ভাষনে বলেন যে দেশের স্বাধীনতা আন্দোলনে বীর শ্বহীদ সকলের চরম ত্যাগ এবং মুক্তি যুঁজারু সকলের অমর দেশ প্রেমকশ্রদ্ধারে সৌযরন করে। দেশের স্বাধীনতা আন্দোলনে নগাঁও জেলার অপরিসীম অবদান তথা শ্বহীদ ভোগেশ্বরী ফুকননী,বলো সুত , খগীসুত কে ধরে বীর- বীরাংগন সকলের অমর দেশ প্রেম আজ ও আসামের ইতিহাসের পাতাতে স্বর্ণ আক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মন্ত্রীজনে প্রদান করা সংক্ষিপ্ত ভাষনে বলেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক আঁচনি রূপাযন তথা নগাঁও জেলাতে সরকারে গ্ৰহন করা বিশেষ আঁচনি সম্পর্কএএক খতিয়ান তুলে ধরেছে।এর পর মন্ত্রী হাজারিকা অসম পুলিশ, গৃহরক্ষী বাহিনী,রাষ্ট্রীয় শিক্ষার্থী বাহিনী, স্কাউট এন্ড গাইড এবং অর্ধ সামরিক বাহিনীর জোয়ান সকলের সাথে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসকলে প্রদর্শন করা কুচ-কাযাজের অভিবাদনো গ্ৰহন করে।এই অনুষ্ঠানে নগাঁও লোকসভা কেন্দ্রের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, বিধায়ক ক্রমে রূপক শর্মা, জিতু গোস্বামী, শশীকান্ত দাস, জেলাশাসক নরেন্দ্র কুমার শ্বাহ, মুক্তি যুঁজারু সকলের সাথে নগাঁত্তের গন্য মান্য ব্যক্তি সকল‌ উপস্থিত থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.