Pandute prak স্বাধীনতা দিবসের আয়োজন
পান্ডুতে অস্মিতা ফাউন্ডেশন ও করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের উদ্যাগে প্রাক- স্বাধীনতা দিবসের আয়োজন।
নয়া ঠাহর guwahati
মালিগাঁও ১৪ আগস্ট:- আজাদী কা অমৃত মহোৎসব ও স্বাধীনতা দিবসের সাথে সঙ্গতি রেখে নব প্রজন্মদের মধ্যে সচেতনা বৃদ্ধি করার উদ্দেশে বেসরকারি সংঘটন করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের উদ্যোগে ও অস্মিতা ফাউন্ডেশনের সহযোগিতায়।পান্ডুস্থিত সুভাষ নগরের রাম মন্দিরের প্রাঙ্গনে রবিবার বিকেলে প্রাক - স্বাধীনতা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত থাকে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকেন আরপিএফ ইন্সপেক্টর বিক্রম, সৌরভ রায়, কাউন্সিলর অজয় চক্রবর্তী, করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের সভাপতি অঞ্জনা ব্যানার্জী,মনোজ বণিক, নন্দন মজুমদার অস্মিতা ফাউন্ডেশনের সভাপতি দেবযানী পাটিকর,পপি মল্লিক ও করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের সদস্যরা , মন্দির কমিটির সদস্য ও এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন।
অনুষ্ঠানে আরপিএফ ইন্সপেক্টর বিক্রম বলেন বর্তমান প্রজন্মের মাঝে স্বাধীনতার শিক্ষাকে ছাড়িয়ে দিতে হবে। স্বাধীনতা।মানে দেশ ও দশের সেবা করা।যে যেখানে আছি ,যার যার যায়গা থেকে মানুষের জন্য কাজ করে যাওয়া।উপস্থিত ছাত্র ছাত্রীদের তিনি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে বলেন।
কাউন্সিলার অজয় চক্রবর্তী স্বাধীনতা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অস্মিতা ফাউন্ডেশন এর সভাপতি দেবযানী পার্টিকর নবপ্রজন্ম ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাধীনতার সংগ্রামের কথা তুলে ধরে ।
কোন মন্তব্য নেই