শিলচর ইউ জি সি র net সেন্টার স্থাপনের দাবী সি আর পি সি র
নয়া ঠাহর শিলচর
সি আর পি সি, আসাম এর পক্ষ থেকে ন্যাশনাল টেষ্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেলের নিকট স্মারকপত্র প্রদান করে শিলচরে ইউ জি সি'র নেট সেন্টার পুন:স্থাপনের দাবি উত্থাপন করা হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল সাধন পুরকায়স্হ ও সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে পূর্বে আসাম বিশ্ববিদ্যালয় ও নিট এ ইউ জি সি নেট পরীক্ষার দুটো সেন্টার ছিল। কিন্তু এবছর অগ্রিম নোটিশ না দিয়ে পরীক্ষার তিন দিন পূর্বে পরীক্ষা সেন্টার গুয়াহাটি ও আগরতলায় স্থানান্তর করে দেওয়া হয়। ফলে বরাক উপত্যকার সহ মিজোরাম, মনিপুর ও ত্রিপুরার একাংশ অঞ্চলের ছাত্র ছাত্রীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়। বদরপুর - জোয়াই সড়কের বেহাল দশার ফলে বহু ছাত্ৰ-ছাত্ৰী গুয়াহাটি গিয়ে পরীক্ষায় বসতে পারেনি। শিলচর থেকে সেন্টার সরিয়ে নিলে প্রতিবছর ছাত্র ছাত্রীরা এ'ধরনের সমস্যার সম্মুখীন হবে। তাই এতদঞ্চলের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরবর্তী ইউ জি সি নেট পরীক্ষার দুটো সেন্টার শিলচরে পুনরায় চালু করার দাবি জানানো হয়।
কোন মন্তব্য নেই