Header Ads

সন্ধ্যায় চাঁদের দেশে নামবে ভারত বিক্রম চন্দ্র যান

অমল  গুপ্ত, গুয়াহাটি:    স্বাধীনতার  75 বছরের  ইতিহাসে   ভারত  প্রথম  চাঁদে  চন্দ্র যান  3  পাঠাচ্ছে ।
আজ  23 আগস্ট  সন্ধ্যে  6  তা  5মিনিটে চাঁদের দক্ষিণ  মেরু.প্রদেশে র  মাটিতে নামবে ।ইতিমধ্যে   ভারতে  মেসেজ পাঠাতে  শুরু করেছে.।মাত্র 25,30 কিলোমিটার  দূরে   অবস্থান  করছে, চন্দ্র যান  3   আর কয়েক  ঘন্টা বাকি.। রাশিয়ার  পাঠানো চন্দ্র যান    luna ভেঙে পড়েছে , সফল হতে পারেনি।শেষের খবর  চন্দ্র যান  বিক্রম  তার অবতরণ  করার জায়গা পরিবর্তন  করেছে। ভারতীয়  মহাকাশ  সংস্থা   isro  প্রথম প্রধানমন্ত্রী  জওহরলাল  নেহরু  গড়ে তুলে ছিলেন। ভারত হবে  একমাত্র  দেশ  এই প্রথম চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে  নামবে। বিশ্বের  কোনো দেশ সফল হয়নি। এবার শতবর্ষ  পর মহা লয়  এর দিন  পূর্ণ সূর্য গ্রহণ  দেখা দেবে। দেশের  অধিকাংশ  বিদ্যালয়   অবতরণ  পর্ব   দেখার  জন্যে সন্ধ্যা  6,30 পর্যন্ত খোলা রাখার নির্দেশ  দেওয়া হয়েছে  ছাত্র ছাত্রীরা  যাতে  চাঁদে  নামা দেখতে পারে  . । ভারতীয়  মহাকাশ  সংস্থা  তাদের  ফেস বুকে  অবতরণ   দেখাবে। চাঁদের মাটির  ছবি তুলে পাঠিয়েছে  চন্দ্র যান 3।বিক্রম  থেকে রোবট  গাড়ি  বেরিয়ে  চাঁদের পিঠে চলতে  শুরু করবে  গাড়ির নাম  প্রজ্ঞাn,।প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে  বসে  এই  অভিযান  দেখার আহবান জানান 
পাকিস্তানের এক মন্ত্রী  অবতরণ পর্ব  পাকিস্তানের  মানুষকে  দেখার  আহবান জানান। মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান  সোমনাথ   তার বাবা গরিব শিক্ষক  তার  ছেলে কেরলের  এই  মানুষ টি র দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে।14 জুলাই sriharikora থেকে  চন্দ্র যান  যাত্রা শুরু করে।দক্ষিণ  মেরু খুব দুর্গম  এলাকায়  অবস্থিত  বিশ্বের  কোনো দেশ যেতে পারেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.