Bengali News and Literary Patrika, Guwahati-Kolkata
Header Ads
Home/খবর/জাতীয়/মহারাষ্ট্রের কুরkheda থানার এক গ্রামে 7 মাসের প্রসূতি বোন কে দুই ভাই দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ এসেছে।. বাবা মা জমিতে কাজ ব্যস্ত ,সেখানে যান।সেই সুযোগে নিজের দুই ভাই নিজেদের বোন কে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়ার অভিযোগ ।।পুলিশ ভাইকে গ্রেফতার করেছে।এই ঘটনার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোন বাবার বাড়িতে সন্তান প্রসব এর জন্যে এসেছিলেন। মেয়েরা নিজের বাপের বাড়িতেও নিরাপদ নেই।দেশের কোনো আইএন নারীদের রক্ষা করতে পারছে. না. 75 বছর স্বাধীনতা র পরও দেশের মানুষ চরিত্র হীন হয়ে থেকে গেল।
মহারাষ্ট্রের কুরkheda থানার এক গ্রামে 7 মাসের প্রসূতি বোন কে দুই ভাই দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ এসেছে।. বাবা মা জমিতে কাজ ব্যস্ত ,সেখানে যান।সেই সুযোগে নিজের দুই ভাই নিজেদের বোন কে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়ার অভিযোগ ।।পুলিশ ভাইকে গ্রেফতার করেছে।এই ঘটনার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বোন বাবার বাড়িতে সন্তান প্রসব এর জন্যে এসেছিলেন। মেয়েরা নিজের বাপের বাড়িতেও নিরাপদ নেই।দেশের কোনো আইএন নারীদের রক্ষা করতে পারছে. না. 75 বছর স্বাধীনতা র পরও দেশের মানুষ চরিত্র হীন হয়ে থেকে গেল।
কোন মন্তব্য নেই