Dispur press ক্লাবে বার্ষিক পুরস্কার ও সম্মাননা. প্রদান সভা
নয়া ঠাহর গুয়াহাটি Dispur প্রেস ক্লাবের বাৎসরিক পুরস্কার সম্মানন প্রদান উৎসব আজ Dispur পূর্ত বিভাগের প্রশিক্ষণ aditorium অনুষ্ঠিত হয় ।জীবনের প্রতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 26 বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয়. গুয়াহাটি পুলিশ কমিশনার দিগন্ত বরা বিধায়ক বিশ্বজিৎ Fukun Dispur press ক্লাবের উপদেষ্টা প্রাক্তন সভা পতি তথা নয়া ঠাহর এর সম্পাদক অমল গুপ্ত ,প্রাক্তন সভা পতি Boikuntho Goswami , বর্তমান সভা পতি নরেন হাজ rika , বিশিষ্ট সাংবাদিক প্রণয় Bardalai sanjib Phukun প্রমুখ সম্মানিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন। .ক্লাবের সাধারণ সম্পাদক kunja মোহন রায় অনুষ্ঠানটি সুন্দর করে পরিচালনা করেন। সম্মানিত ব্যক্তিরা হলেন .মৌসম জ্যোতি . গুয়াহাটি প্রেস ক্লাবের সভা পতি Susmita গোস্বামী, ডি আই পি আর কর্মী সংবাদ সেবা পুরস্কার চন্দন সাইকিয়া,, লেখিকা Bondita phukan প্রমুখ। উপস্থিত ছিলেন ক্লাবের member বিশিষ্ট সাংবাদিক প্রদীপ বর্মন ridip kolita, রাজা,সুদর্শন প্রমুখ। (টেকনিকাল ত্রুটি র জন্যে বানান vul হয়েছে)।
কোন মন্তব্য নেই