স্বাধীনতা সংগ্রামী রা এই দেশ চায় নি
শহিদ স্বাধীনতা সংগ্রামীরা এই দেশ চায়নি
সেখ আব্দুল মান্নান
আজ ১৫ আগস্ট ২০২৩, ৭৬ বছর স্বাধীনতা দিবস। আজকের দিনটি আসমূদ্রহিমাচল ভারতবাসী সেইসব বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবে, যাদের আত্মত্যাগ সংগ্রাম বৃটিশের করালগ্রাস থেকে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করেছে। আজ দেশাত্মবোধক গানে, কবিতায়, কথায়, মুখর হবে ভারতবর্ষের আকাশ বাতাস। ফুলেফুলে ঢেকে যাবে বীর বিপ্লবীদের প্রতিকৃতি। যা স্বাধীনতার ৭৫ বছর ধরে হয়ে আসছে, যেমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু দিনে দিনে স্বাধীন ভারতবর্ষের চেহেরাটা কেমন যেন মলীন হয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষের অন্যায় অত্যাচার, জাতিদাঙ্গা, স্বার্থপরতা, অর্থলোলুপতা আর জিঘাংসায়! যেটা ছিল পরাধীন ভারতে বৃটিশ শাসকদের হাতিয়ার। আজ ন্যস্তস্বার্থ চরিতার্থ করতে এক শ্রেণীর মানুষ যখন অন্য শ্রেণীর নিরপরাধ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে তখন সহনশীল সচেতন মানুষের মনে হয় আত্মবলিদান দেওয়া সংগ্রামীরা কি এমন স্বাধীন দেশের স্বপ্ন দেখে ছিলেন? যে দেশের একশ্রেণীর মানুষের পোশাক আশাক, খাদ্যাভ্যাসের স্বাধীনতা হরণ করা হবে? নানাভাষা নানামত নানা পরিধানের বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করা হবে? একে অপরের ধর্মাচারণে বাধা দেওয়া হবে ? রাজনৈতিক নেতাদের কেউ কেউ জনসাধারণকে সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করার পরে নাম লেখাবে অন্য দলে ? দেশের হিতে অন্যায়ের প্রতিবাদে ন্যায়কথা বলা যাবে না? জাতিদাঙ্গা সংঘটিত করে মা বোনেদের ইজ্জত মিশিয়ে দেওয়া হবে মাটির সাথে ? পাশবিক অত্যাচার করেও তাদের উলঙ্গ করে হাঁটনো হবে প্রকাশ্য রাজপথে ? কখনো বা তাদের ওপর যৌনলালসা মিটিয়ে গুলি করে খুন করা হবে নির্মমভাবে ?
না না না, রক্তক্ষয়ি সংগ্রামের বিনিময়ে বৃটিশের স্বেচ্ছাচারিতা থেকে দেশকে মুক্ত করা সংগ্রামীরা এমন স্বাধীন দেশের স্বপ্ন দেখেননি। তাঁরা স্বপ্ন দেখেছিলেন বিদেশি শক্তির খবরদারিতে পশুর মতো না বেঁচে নিজের দেশে বাঁচার মতো বাঁচতে। তাঁরা চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষের জল হাওয়া মাটিতে থাকবে প্রতিটি ভারতবাসীর সমান অধিকার। সমস্ত ভারতবাসীর সম্মিলিত চেষ্টায় ভারতবর্ষ এগিয়ে যাবে আপন ছন্দে, আনন্দে, আপন গতিতে। সেই গতির সামনে কোনরকম প্রতিবন্ধকতা ভারতবাসী বরদাস্ত করবে না। আপস করবে না কোন হীনমন্যতার সাথে।
১৫ আগস্ট সকালে পুব আকাশে যে সূর্য উদয় হবে তার পবিত্র কিরণ একশ চল্লিশ কোটি ভারতবাসীর হৃদয়ে লিখে দেবে পবিত্রতার শপথ। স্মরণ করিয়ে দেবে বিনয়,বাদল, দিনেশ, ক্ষুদিরাম, নেতাজী, প্রীতিলতা সেন, প্রফুল্ল চাকী, আবুল কালাম আজাদের সেই স্বাধীন ভারতবর্ষকে। যে ভারতবর্ষে থাকবে না কোনো হীণমন্যতা, পঙ্কিলতা। যে দেশের সমস্ত ভারতবাসীর হৃদয়ে আজ প্রতিধ্বনিত হবে 'এই দেশ এই দেশ আমার এই দেশ/ এই দেশেতে জন্মেছি মা/ জীবন মরণ তোমার স্মরণ…।' ধ্বণিত হবে ' মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান/ মুসলিম তার নয়ণমনি হিন্দু তাহার প্রাণ…।'
আসুন স্বাধীনতার ৭৬ বছর জন্মোৎসবে বীর শহিদদের স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতীজ্ঞাবদ্ধ হই স্বাধীন ভারতবর্ষে জাতিধর্ম ভাষা নির্বিশেষে আমরা সবাই এক ও অভিন্ন।
________________________________
কোন মন্তব্য নেই