বদরুদ্দীন সাহেবের বুকে আঘাত দিয়ে এ এস তাপাদার কংগ্রেস দলে যোগ দিলেন
অমল গুপ্ত ,গুয়াহাটি। রাজ্যে এ আই ইউ ডি এফ্ ,দলের সর্বাধিনায়ক বদরুদ্দীন আজমল দলের সর্বেসর্বা যে দল ক্ষমতায় থাকে, সেই দলের জল বাতাসা খেয়ে বেঁচে থাকেন। দলের। গনতন্ত্র নেই স্বাধীন সত্তা নেই। বলে দলের মধ্যেই অভিযোগ আছে। দলে তিনি যা বলবেন তাই আল্লাহর বাণী ।দল মানতে বাধ্য । দলে গনতন্ত্র নেই। বরাকের সন্তান এ এস তাপাদার একজন স্বাধীনচেতা ব্যাক্তি, লন্ডনের ইস্ট লন্ডন বিশববিদ্যালয় থেকে এল এল এম ডিগ্রি নিয়ে এসে গৌহাটি হাই কোর্টে আইনি পেশা চালাচ্ছিলেন।নিজের জেলা সেবা করার ইচ্ছা ছিল, করিমগঞ্জ জেলার হাজার সমস্যা সেই জেলার প্রতিনিধিত্ব করার মনবাসনা সম্ভবত এবার পূরণ হবে। শনিবারের বার বেলায় গুয়াহাটি তে কংগ্রেস দলের আইনি সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা র উপস্থিতিতে কংগ্রেস দলে যোগ দেন। তিনি বলেন দেশের একমাত্র কংগ্রেস দল কোনো জাতি গোষ্ঠীর নয়, সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে, সবার জন্যে সম উন্নয়নে বিশ্বাসী। করিমগঞ্জ জেলা এখন সংরক্ষিত কেন্দ্র নয়।কংগ্রেস এখন জেলার উপযুক্ত পার্থী পেয়ে গেল। উচ্চশিক্ষিত তাপা দারের বহু দিনের স্বপ্ন সমাজের স্বার্থে কিছু করা , তার সঙ্গে বহুদিন পাশা পাশি বসে তার জীবন সাধনা সম্পর্কে ইঙ্গিত পেয়েছি তাই আমার মনের ইচ্ছা তাপাদারের মত একজন দক্ষ সমাজ সচেতন , উজ্জ্বল ব্যাক্তি রাজনৈতিক দলে যোগ দিন সেই দল উপকৃত হবে। রাজ্য উপকৃত হবে। সব জনগোষ্ঠীর উপকারে আসবে। হিন্দু মুসলিম রাজনীতি এই সব এ আই ইউ ডি এফে আগে যা ছিল না। এখন বোতলে মন্ত্রপূত পানি খাইয়ে ভোট লুটার কুসংস্কারে বিশ্বাসী নন এ এস তাপাদার এ কথা জোর দিয়ে বলতে পারি। তিনি গনতন্ত্রে বিশ্বাস করেন। (বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে tapadar।)
কোন মন্তব্য নেই